ICDS & Helper Practice Set 15 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 15) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৫ – (ICDS & Helper Practice Set 15)
প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন নিচেই উত্তর দেওয়া হয়েছে।
ICDS & Helper Practice Set 15
১) ভারতের RuPay সার্ভিস নিজের দেশে লঞ্চ করবে কে ?
[A] মালয়েশিয়া
[B] মালদ্বীপ
[C] মায়ানমার
[D] সিঙ্গাপুর
Answer – মালদ্বীপ
২) NASA’s Hall Of Fame- এ অন্তর্ভুক্ত হলেন কোন ভারতীয় ?
[A] আর জুনায়েত
[B] মুনিব আমিন ভাট
[C] কেউই নন
[D] উভয়ই
Answer – মুনিব আমিন ভাট
৩) প্রথমবার চাইনিজ সারস পাখির দেখা মিলল কোথায় ?
[A] গুজরাট
[B] সিকিম
[C] উত্তরাখণ্ড
[D] অরুণাচল প্রদেশ
Answer – উত্তরাখণ্ড
৪) ৪২% বৃদ্ধিসহ ভারতের চতুর্থ বৃহত্তম রপ্তানি পণ্য কি ?
[A] তুলো
[B] চাল
[C] গম
[D] স্মার্টফোন
Answer – স্মার্টফোন
৫) সম্প্রতি ‘Copilot +’ PC উন্মোচন করলো কোন কোম্পানি ?
[A] Microsoft
[B] Apple
[C] Lenovo
[D] Alphabet
Answer – Microsoft
ICDS & Helper Practice Set 15
৬) National Agriculture Cooperative Marketing Federation Of India (NAFED)- এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন কে ?
[A] বাপন দোলুই
[B] সমরেশ প্রধান
[C] সমু সোরেন
[D] জেঠা আহির
Answer – জেঠা আহির
৭) National Defence Academy- এর কমান্ড্যান্ট হিসেবে নিযুক্ত হলেন কে ?
[A] রাহুল সিং
[B] গুরমিত সিং
[C] গুরুচরণ সিং
[D] পুষ্কর সিং
Answer – গুরুচরণ সিং
৮) প্রথম Asian Relay Championship অনুষ্ঠিত হলো কোথায় ?
[A] ব্যাংকক
[B] বালি
[C] নিউ দিল্লি
[D] কলম্বো
Answer – ব্যাংকক, থাইল্যান্ড
৯) UEFA Women’s Championship League শিরোপা জিতল কোন ফুটবল ক্লাব ?
[A] Barcelona
[B] Lyon
[C] Umea
[D] Duisburg
Answer – Barcelona
১০) আন্তর্জাতিক T20 ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হলেন কে ?
[A] বাবার আজম
[B] রোহিত শর্মা
[C] বিরাট কোহলি
[D] কেউই নন
Answer – বাবর আজম
সমস্ত প্র্যাকটিস সেট – View Now তে ক্লিক করে দেখেনিন
ICDS & Helper Practice Set 01 | View Now |
ICDS & Helper Practice Set 02 | View Now |
ICDS & Helper Practice Set 03 | View Now |
ICDS & Helper Practice Set 04 | View Now |
ICDS & Helper Practice Set 05 | View Now |
ICDS & Helper Practice Set 06 | View Now |
ICDS & Helper Practice Set 07 | View Now |
ICDS & Helper Practice Set 08 | View Now |
ICDS & Helper Practice Set 09 | View Now |
ICDS & Helper Practice Set 10 | View Now |
ICDS & Helper Practice Set 11 | View Now |
ICDS & Helper Practice Set 12 | View Now |
ICDS & Helper Practice Set 13 | View Now |
ICDS & Helper Practice Set 14 | View Now |