৫১৮ টি শূন্যপদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, আবেদন জানানোর শেষদিন কবে – BOB Bank Staff Vacancy 2025

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BOB Bank Staff Vacancy 2025 – আপনি কি ব্যাংকে চাকরি করতে চান? যদি হ্যাঁ তাহলে আপনার জন্যই কাজের সুযোগ নিয়ে এসেছে ব্যাঙ্ক অফ বরোদা। ম্যানেজার ও অফিসারের পদে কর্মী নিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। চলুন এই নিয়োগের বিষয়ে আরো বিস্তারিতভাবে জেনে নিই।

কোন পদে নিয়োগ করা হবে ?

এখানে সিনিয়র ম্যানেজার, অফিসার, ম্যানেজার, চিফ ম্যানেজারের পদে নিয়োগ করা হচ্ছে।

মোট কয়টি শূন্যপদ রয়েছে ?

এখানে মোট ৫১৮ টি শূন্যপদ রয়েছে।

বেতন কত দেওয়া হবে ? (BOB Bank Staff Vacancy 2025)

এই পদগুলোতে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৪৮,৪৮০ থেকে ১,২০,৯৪০ টাকা বেতন দেওয়া হবে।

বয়স সীমা কত লাগবে ?

সিনিয়র ম্যানেজারের পদে আবেদন করা প্রার্থীদের বয়স হতে হবে ২৭ থেকে ৩৭ বছরের মধ্যে। ম্যানেজারের পদে আবেদন করার জন্য ২৪-৩৪, অফিসারের পদে আবেদন করার জন্য ২২-৩২ ও চিফ ম্যানেজারের পদের জন্য ২৮-৪০ মধ্যে বয়স হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে ?

সিনিয়র ম্যানেজার ও ম্যানেজারের পদে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে CA/CFA/BE/BTech পাশ অথবা ME/ M.Tech /MCA /MBA /PGDM / Post Graduation পাশ করতে হবে। অফিসার পদের জন্য আপনাকে BE/ B.Tech, ME/ M.Tech, MCA পাশ করতে হবে। চিফ ম্যানেজারের পদে আবেদন করবার জন্য প্রার্থীদের CA, CFA, BE/ B.Tech, Graduation, ME/ M.Tech, MCA, Post Graduation, MBA, PGDM পাশ করতে হবে।

কীভাবে প্রার্থীদের নিয়োগ করা হবে ?

এই পদের জন্য প্রার্থীদের অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।

কী ভাবে আবেদন করবেন – এই পদগুলোতে আবেদন করবার জন্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন জানানোর জন্য bankofbaroda.in এর ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর স্ক্যান করা ফটো,সমস্ত প্রয়োজনীয় (BOB Bank Staff Vacancy 2025) ডকুমেন্ট ও আবেদন ফি দিয়ে ফর্ম সাবমিট করে দিতে হবে। যদি আপনার এই বিষয়ে আরো কিছু জানার থাকে তবে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন ফি কত ?

জেনারেল/ওবিসি/ইডাব্লিউএস প্রার্থীদের ৬০০ টাকা ও এসসি/এসটি/ প্রতিবন্ধী/ মহিলাদের ১০০ টাকা করে আবেদন ফি দিতে হবে।

আবেদন জানানোর শেষদিন – এই পদে আবেদন জানানোর শেষ দিন হল ২১/০৩/২০২৫ পর্যন্ত।

Official Websitebankofbaroda.in
Official PDF LinkDownload
Extended NotificationDownload
Apply OnlineClick Here

৫০০ টি শূন্যপদে হোমগার্ড নেবে রাজ্য সরকার, আবেদন কবে থেকে করবেন জানুন

বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।

আমি রিয়া সাহা, বর্তমানে আমি অবস্থিত কলকাতায়। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে MA উত্তীর্ণ হয়েছি। আমি বিভিন্ন পোর্টালে চাকরির, স্কলারশিপ ও প্রকল্পের Post লেখালেখি করে থাকে। এই মুহূর্তে ফুলটাইম wbjob24.in পোটালে কাজ করছি।

Leave a Comment