ICDS & Helper Practice Set 07 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 07) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০৭ – (ICDS & Helper Practice Set 07)
প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন নিচেই উত্তর দেওয়া হয়েছে।
ICDS & Helper Practice Set 07
১) কেরালার সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার C Daniel Amard 2021 দ্বারা সম্মানিত হলেন কে ?
[A] কে.পি কুমারন
[B] পুনীত রাজকুমার
[C] রনজিৎ দেবশর্মা
[D] সিবি মালায়িল
Answer – কে .পি কুমারন
২) ONGC Videsh Ltd এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?
[A] অতুল পান্ডে
[B] সমিরুদ্দিন খান
[C] রাজর্ষি গুপ্তা
[D] অলোক গুপ্তা
Answer – রাজর্ষি গুপ্তা
৩) সম্প্রতি বন্যপ্রাণী সংরক্ষণের উপর কোন দেশের সাথে MoU স্বাক্ষর করলো ভারত ?
[A] নামিবিয়া
[B] দক্ষিণ আফ্রিকা
[C] মেস্কিকো
[D] লিবিয়া
Answer – নামিবিয়া
৪) Viva Engage নামে ওয়ার্কপ্লেস সোশ্যাল অ্যাপ লঞ্চ করলো কোন কোম্পানি ?
[A] Facebook
[B] Google
[C] Apple
[D] Microsoft
Answer – Microsoft
৫) Security and Exchange Board of India (SEBI)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?
[A] আর মুরুগান
[B] প্রমোদ রাও
[C] প্রবীণ রাঠোর
[D] শ্রীবাস কৃষ্ণন
Answer – প্রমোদ রাও
ICDS & Helper Practice Set 07
৬) BCCI-এর এথিক্স অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে ?
[A] জয় শাহ
[B] সৌরভ গাঙ্গুলী
[C] সোমা ব্যানার্জি
[D] বিনীত সরণ
Answer – বিনীত সরন
৭) ভারতের প্রথম মানস্যবাহী ড্রোনটির নাম কি ?
[A] Air Power
[B] Paban
[C] Varuna
[D] Hu-Dro
Answer – Varuna
৮) ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন কে ?
[A] যশবন্ত সিংহা
[B] দ্রৌপদী মুর্মু
[C] রামনাথ কোবিন্দ
[D] কেউই নন
Answer – দ্রৌপদী মুর্মু
৯) Pi Approximation Day পালন করা হয় কবে ?
[A] ২৩শে জুলাই
[B] ২২শে জুলাই
[C] ২৫শে জুলাই
[D] ২৪শে জুলাই
Answer – ২২ শে জুলাই
১০) RattanIndia power- এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?
[A] ব্রিজেস গুপ্ত
[B] শ্রীমন্ত সুন্দর
[C] অভিরূপ সেন
[D] অনিল গুছাইত
Answer – ব্রিজেস গুপ্ত