ICDS & Helper Practice Set 08 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 08) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০৮ – (ICDS & Helper Practice Set 08)
প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন নিচেই উত্তর দেওয়া হয়েছে।
ICDS & Helper Practice Set 08
১) India Innovation Index 2021- এর Major States ক্যাটাগরিতে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য ?
[A] মনিপুর
[B] তামিলনাডু
[C] কেরালা
[D] কর্ণাটক
Answer – কর্ণাটক
২) Proud Malaysia Master 2022- এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন Chico Aura Dwi Wardoyo তিনি কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড় ?
[A] চীন
[B] জাপান
[C] ইন্দোনেশিয়া
[D] থাইল্যান্ড
Answer – ইন্দোনেশিয়া
৩) সম্প্রতি প্রয়াত অজয় পারিদা কে ছিলেন ?
[A] সংবাদ পরিবেশক
[B] বিজ্ঞানী
[C] সংগীতশিল্পী
[D] ইঞ্জিনিয়ার
Answer – বিজ্ঞানী
৪) স্থানীয় তাঁতিদের অর্থনৈতিক সহায়তা করতে স্বনির্ভর নারী স্কিম লঞ্চ করল কোন সরকার ?
[A] ত্রিপুরা
[B] আসাম
[C] পশ্চিমবঙ্গ
[D] উড়িষ্যা
Answer – আসাম
৫) ৫ বছরের জন্য Insolvency And Bankruptcy Board Of India (IBBI)- এর হোল টাইম মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে ?
[A] জয়ন্তী প্রসাদ
[B] অলোক মিস্ত্রি
[C] সন্ধ্যা দেউরী
[D] শ্রীমতি পদ্মজা
Answer – জয়ন্তী প্রসাদ
ICDS & Helper Practice Set 08
৬) 2021 ICAR Sardar Patel Award জিতল কোন সংস্থা ?
[A] IFFCO
[B] FICCI
[C] NAARM
[D] NABARD
Answer – NAARM
৭) “The Resilient Entrepreneur” শিরোনামে বই লিখলেন কে ?
[A] সোমা সাহা
[B] গার্গী চৌধুরী
[C] অলকানন্দা পাল
[D] ধ্রুতি শাহ
Answer – ধ্রুতি শাহ
৮) সম্প্রতি “ Payment In Chat” ফিচার আনল কোন অ্যাপ ?
[A] WhatsApp
[B] Instagram
[C]Twitter
[D] Facebook
Answer – Instagram
৯) বিল গেটস কে অতিক্রম করে Forbes Real- Time Billionaires List- এ চতুর্থ স্থান অধিকার করল কে ?
[A] রতন টাটা
[B] মুকেশ আম্বানি
[C] গৌতম আদানি
[D] মার্ক জুকারবার্গ
Answer – গৌতম আদানি
১০) সম্প্রতি Sheikh Mohammed Sabah AI Salem কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন ?
[A] তুর্কি
[B] ইরান
[C] কাজাখস্তান
[D] কুয়েত
Answer – কুয়েত