ICDS & Helper Practice Set 01 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 01) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০১ – (ICDS & Helper Practice Set 01)
প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন নিচেই উত্তর দেওয়া হয়েছে।
ICDS & Helper Practice Set 01
১) জুন ২০২২ মাসে পুরুষ বিভাগে ICC Players Of The Month হলেন কে ?
[A] Joe Root
[B] Jonny Bairstow
[C] Babar Azam
[D] Rohit Sharma
Answer – Jonny Bairstow
২) ২০২২ জুন মাসে মহিলা বিভাগে ICC Players Of The Month হলেন Marizanne Kapp, তিনি কোন দেশের ক্রিকেটার ?
[A] আয়ারল্যান্ড
[B] নিউজিল্যান্ড
[C] অস্ট্রেলিয়া
[D] দক্ষিণ আফ্রিকা
Answer – দক্ষিণ আফ্রিকা
৩) ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ এয়ারপোর্ট তৈরি হচ্ছে কোনটি ?
[A] হায়দ্রাবাদ এয়ারপোর্ট
[B] বেঙ্গালুরু এয়ারপোর্ট
[C] লে এয়ারপোর্ট
[D] দেওগড় এয়ারপোর্ট
Answer – লে এয়ারপোর্ট
৪) Railtel Corporation Of India Limited (RCIL)- এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?
[A] অতীশ কুমার
[B] সঞ্জয় কুমার
[C] সঞ্জীব কুমার
[D] মৃণাল কুমার
Answer – সঞ্জয় কুমার
৫) 10th World Peace Forum আয়োজিত হলো কোথায় ?
[A] বেজিং
[B] লন্ডন
[C] মুম্বাই
[D] হেগ
Answer – বেজিং
ICDS & Helper Practice Set 01
৬) সম্প্রতি অতুল সিং কোন কোম্পানির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন ?
[A] PepsiCo
[B] Coca Cola
[C] Raymond
[D] Adidas
Answer – Raymond
৭) সম্প্রতি কোথায় ভারতের প্রথম 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন ফ্যাক্টরি তৈরি করল Agnikula Cosmos?
[A] মুম্বাই
[B] গান্ধীনগর
[C] বেঙ্গালুরু
[D] চেন্নাই
Answer – চেন্নাই
৮) Global Gender Gap Index 2022- এ ভারতের স্থান কত ?
[A] ১১১
[B] ১৩৫
[C] ১৩১
[D] ১৪৬
Answer – ১৩৫
৯) সম্প্রতি ভারতে কোন দেশের হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন মুস্তাফিজুর রহমান ?
[A] পাকিস্তান
[B] বাংলাদেশ
[C] আফগানিস্ত
[D] নেপাল
Answer – বাংলাদেশ
১০) Goa Shipyard Limited- এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?
[A] মনিরুল ইসলাম
[B] অনুপ বাকুলি
[C] ব্রজেশ উপাধ্যায়
[D] চন্ডী সামন্ত
Answer – ব্রজেশ উপাধ্যায়
Nice parvin
Ami akta Icds a abandon
Korbo