ICDS & Helper Practice Set 04 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 04) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০৪ – (ICDS & Helper Practice Set 04)
প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন নিচেই উত্তর দেওয়া হয়েছে।
ICDS & Helper Practice Set 04
১) World Youth Skills Day পালন করা হয় কবে ?
[A] ১৬ ই জুলাই
[B] ১৫ ই জুলাই
[C] ১৮ ই জুলাই
[D] ১৭ ই জুলাই
Answer – ১৫ ই জুলাই
২) ভারতের প্রথম রাজ্য হিসেবে প্রাক- প্রাথমিক লেভেলে কেন্দ্রের New Education Policy (NEP)- র রূপায়ণ করেছে কে ?
[A] উত্তরাখণ্ড
[B] উত্তর প্রদেশ
[C] আসাম
[D] ত্রিপুরা
Answer – উত্তরাখণ্ড
৩) Analog Astronaut Training Centre (AATC)- এর কনিষ্ঠতম অ্যনালগ এস্ট্রোনট হলেন কে ?
[A] প্রিয়াংকা মোহিতে
[B] জাহ্নবী দাঙ্গেতি
[C] জয়শ্রী শর্মা
[D] মঞ্জু বাগ
Answer – জাহ্নবী দাঙ্গেতি
৪) টাইম ম্যাগাজিনের The World Greatest Places Of 2022 তালিকায় স্থান পেল ভারতের কোন দুটি জায়গা ?
[A] বেঙ্গালুরু ও দিল্লী
[B] কলকাতা ও বারানসি
[C] আহমেদাবাদ ও কেরালা
[D] নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ
Answer – আহমেদাবাদ ও কেরালা
৫) ভারতের দ্রুততম বোলার হিসেবে ১৫০ টি ODI উইকেট নিলেন কে ?
[A] ঈশান্ত শর্মা
[B] ভুবনেশ্বর কুমার
[C] জাসপ্রিত বুমরা
[D] মোহাম্মদ সামি
Answer – মোহাম্মদ সামি
ICDS & Helper Practice Set 04
৬) “The Mcmahon Line: A Century Of Discord” শিরোনামে বই লিখলেন কে ?
[A] রাজেন্দ্র আর্লেকার
[B] জে.জে. সিং
[C] অজয় ঠাকুর
[D] ভি. পি. সিং
Answer – জে.জে. সিং
৭) সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রথম Monkeypox আক্রান্তের খবর পাওয়া গেল ?
[A] কেরালা
[B] কর্ণাটক
[C] তেলেঙ্গানা
[D] তামিলনাড়ু
Answer – কেরালা
৮) ভারতের প্রথম দেশীয় লিথিয়াম আয়ন ব্যাটরি তৈরি করল কোন কোম্পানি ?
[A] Uber
[B] Tata Motors
[C] HCL Technologies
[D] Ola Electric
Answer – Ola Electric
৯) সম্প্রতি প্রয়াত অবধেশ কৌশল কে ছিলেন ?
[A] অভিনেতা
[B] ক্রিকেট কমেন্টর
[C] সমাজকর্মী
[D] রাজনীতিবিদ
Answer – সমাজকর্মী
১০) Bonn Global Biodiversity Conclave 2022 আয়োজন করছে কোন দেশ ?
[A] আমেরিকা
[B] সুইডেন
[C] জার্মানি
[D] ইজরায়েল
Answer – জার্মানি
ICDS & Helper Practice Set 01 | View Now |
1 thought on “ICDS & Helper Practice Set 04 – অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০৪, প্রস্তুতি নিতে শুরু করুন।”