ICDS & Helper Practice Set 02 – অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০২, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ICDS & Helper Practice Set 02 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 02) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০২ – (ICDS & Helper Practice Set 02)

প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন নিচেই উত্তর দেওয়া হয়েছে।

ICDS & Helper Practice Set 02

১) Paytm Payments Services- এর CEO  হিসাবে যোগদান করলেন কে ?

[A] শচীন বানসাল

[B] বিজয় শেখর শর্মা

[C] পার্থ বেরা

[D] নকুল জৈন

Answer – নকুল জৈন

২) Indian Deaf Cricket Association- এর CEO পদে নিযুক্ত হলেন কে ?

[A] রমা বলবাণী

[B] মনিশ তিওয়ারি

[C] অক্ষয় জৈন

[D] সুখেন্দর সিং

Answer – রমা বলবাণী

৩) ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার জন্য US- India Strategic Partnership Forum (USISPF)- এর দ্বারা সম্মানিত হলেন কে ?

[A] করমবীর সিং

[B] মনোজ মুকুন্দ নারাভানে

[C] হরি কুমার

[D] নরেন্দ্র মোদি

Answer – মনোজ মুকুন্দ নারাভানে

৪) Flag Code Of India 2022 অনুযায়ী, পতাকার ক্ষেত্রে কোন বিষয়টি নতুন সংযোজিত হয়েছে ?

[A] দিন ও রাত উভয় ক্ষেত্রে পতাকা তুলে রাখা যাবে

[B] পতাকা কেবল দিনের বেলায় উত্তোলন করা যাবে

[C] পতাকার পরিমাপ পরিবর্তন

[D] ব্যক্তিগত ক্ষেত্রে পতাকা ব্যবহার নিষিদ্ধ

Answer – দিনও রাত উভয় ক্ষেত্রেই পতাকা তুলে রাখা যাবে

৫) 2022 Dissident Human Rights Award জিতল কোন দেশের নাগরিকরা ?

[A] রাশিয়া

[B] ভারত

[C] বাহরাইন

[D] ইউক্রেন

Answer – ইউক্রেন

ICDS & Helper Practice Set 02

৬) সম্প্রতি প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত সুশোভন বন্দ্যোপাধ্যায় কে ছিলেন ?

[A] ডাক্তার

[B] লেখক

[C] অভিনেতা

[D] রাজনীতিবিদ

Answer – ডাক্তার

৭) Safe Drinking Water Project- এর জন্য হিমাচল প্রদেশ কে কত মিলিয়ন ডলার লোন দিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ?

[A] ৬০ মিলিয়ন

[B] ৫০ মিলিয়ন

[C] ১০০ মিলিয়ন

[D] ৯৬.৩ মিলিয়ন

Answer – ৯৬.৩ মিলিয়ন ডলার

৮) World Nature Conservation Day পালন করা হয় কবে ?

[A] ২৯ শে জুলাই

[B] ২৮ শে জুলাই

[C] ৩১ শে জুলাই

[D] ৩০ শে জুলাই

Answer – ২৮ শে জুলাই

৯) ২০২৪ সালের পর International Space Station (ISS) ত্যাগ করবে কোন দেশ ?

[A] রাশিয়া

[B] ভারত

[C] আমেরিকা

[D] চীন

Answer – রাশিয়া

১০) আন্তর্জাতিক ও দেশীয় ক্রিকেটে Board Of Control For Cricket In India (BCCI)- এর টাইটেল স্পন্সর হতে চলেছে কে ?

[A] Tata Motors

[B] Paytm

[C] Xiaomi

[D] Mastercard

Answer – Mastercard

ICDS & Helper Practice Set 01View Now

Sunil Roy , wbjob24.in এর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প ও চাকরির কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত।

9 thoughts on “ICDS & Helper Practice Set 02 – অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০২, প্রস্তুতি নিতে শুরু করুন।”

Leave a Comment