ICDS & Helper Practice Set 17 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 17) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৭ – (ICDS & Helper Practice Set 17)
প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৭ টি প্রশ্ন নিচেই উত্তর দেওয়া হয়েছে।
ICDS & Helper Practice Set 17
১) ২০২৪ এপ্রিল মাসে মহিলা বিভাগে ICC Player Of The Month হলেন কোন দেশের ক্রিকেটার Hayley Matthews ?
[A] নেদারল্যান্ড
[B] আয়ারল্যান্ড
[C] ইংল্যান্ড
[D] ওয়েস্ট ইন্ডিজ
Answer – ওয়েস্ট ইন্ডিজ
২) ২০২৪ এপ্রিল মাসে পুরুষ বিভাগে ICC Player Of The Month হলেন কে ?
[A] মোহাম্মদ ওয়াসিম
[B] বাবর আজম
[C] বিরাট কোহলি
[D] মুশফিকুর রহিম
Answer – মোহাম্মদ ওয়াসিম
৩) Sony India- এর নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে ?
[A] বরুন ঝা
[B] শুভময় মিত্র
[C] গৌরব ব্যানার্জি
[D] শ্রীকান্ত মৈত্রী
Answer – গৌরব ব্যানার্জি
৪) ASMPA Missile সফলভাবে পরীক্ষা করল কোন দেশ ?
[A] ফ্রান্স
[B] আমেরিকা
[C] রাশিয়া
[D] ইংল্যান্ড
Answer – ফ্রান্স
৫) 77th World Health Assembly (WHA)- এর A কমিটির চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন কে ?
[A] অরূপ রাহী
[B] অপূর্ব চন্দ্র
[C] প্রহ্লাদ যোশী
[D] তপন ডেকা
Answer – অপূর্ব চন্দ্র
ICDS & Helper Practice Set 17
৬) PRAVAAH পোর্টাল লঞ্চ করল কোন সংস্থা ?
[A] NPCI
[B] RBI
[C] IOC
[D] BCCI
Answer – রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)
৭) 9 চেন্নাই এর কাছে ভারতের প্রথম Multimodal Logistics Park তৈরি করবে কে ?
[A] Reliance Industries
[B] Tata
[C] Adani Group
[D] কেউই নন
Answer – Reliance Industries
৮) ভারতকে পরবর্তী প্রজন্মের পারমাণবিক জ্বালানি সরবরাহ করবে কে ?
[A] চীন
[B] জাপান
[C] রাশিয়া
[D] অস্ট্রেলিয়া
Answer – রাশিয়া
৯) কোন দেশে ভারতের পরবর্তী হাইকমিশনার পদে নিযুক্ত হলেন বিজয় খান্দুজা ?
[A] আইভরি কোস্ট
[B] ক্যামেরুন
[C] মেক্সিকো
[D] ইথিওপিয়া
Answer – ক্যামেরুন
১০) কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন Allamaye Halina ?
[A] ইরাক
[B] ফিলিপিন্স
[C] ইরান
[D] চাদ
Answer – চাদ
সমস্ত প্র্যাকটিস সেট – View Now তে ক্লিক করে দেখেনিন
ICDS & Helper Practice Set 01 | View Now |
ICDS & Helper Practice Set 02 | View Now |
ICDS & Helper Practice Set 03 | View Now |
ICDS & Helper Practice Set 04 | View Now |
ICDS & Helper Practice Set 05 | View Now |
ICDS & Helper Practice Set 06 | View Now |
ICDS & Helper Practice Set 07 | View Now |
ICDS & Helper Practice Set 08 | View Now |
ICDS & Helper Practice Set 09 | View Now |
ICDS & Helper Practice Set 10 | View Now |
ICDS & Helper Practice Set 11 | View Now |
ICDS & Helper Practice Set 12 | View Now |
ICDS & Helper Practice Set 13 | View Now |
ICDS & Helper Practice Set 14 | View Now |
ICDS & Helper Practice Set 15 | View Now |
ICDS & Helper Practice Set 16 | View Now |