ICDS & Helper Practice Set 10 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 10) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১০ – (ICDS & Helper Practice Set 10)
প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন নিচেই উত্তর দেওয়া হয়েছে।
ICDS & Helper Practice Set 10
১) Indian Super League (ISL) 2023-24 ফাইনাল শিরোপা জিতল কে ?
[A] Mohun Bagan
[B] Mumbai City FC
[C] Bengaluru FC
[D] কেউই নয়
Answer – Mumbai City FC
২) ‘নক্ষত্র সভা’ নামে ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেইন লঞ্চ করলো কে ?
[A] কর্ণাটক
[B] তামিলনাড়ু
[C] উত্তরাখণ্ড
[D] কেরালা
Answer – উত্তরাখণ্ড
৩) Thomas Cup এবং Uber Cup 2024 উভয়ই জিতল কোন দেশ ?
[A] চীন
[B] ইন্দোনেশিয়া
[C] জাপান
[D] ভারত
Answer – চীন
৪)Special Olympics’ Asia Pacific Advisory Council- এর চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে ?
[A] মল্লিকা নাড্ডা
[B] মানিক বোস
[C] সূর্য সিং
[D] শতদ্রু সেন
Answer – মল্লিকা নাড্ডা
৫) National Small Industries Corporation (NSIC)- এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?
[A] মনিকা পান্ডে
[B] শুভ্রাংশু শেখর আচার্য্য
[C] প্রিয় রাওয়াল
[D] জয় গোয়েল
Answer – শুভ্রাংশু শেখর আচার্য্য
ICDS & Helper Practice Set 10
৬) কোন ব্যাংকের MD এবং CEO পদে নিযুক্ত হলেন সঞ্জীব নৌটিয়াল ?
[A] Bank Of India
[B] Union Bank
[C] SBI
[D] Ujjaval Small Finance Bank
Answer – Ujjaval Small Finance Bank
৭) কোন পোশাক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন গৌতম সিংঘানিয়া ?
[A] Arvind Ltd
[B] Bombay Dyeing
[C] Raymond
[D] Boss
Answer – Raymond
৮) American Express কোম্পানির বৃহত্তম ক্যাম্পাস চালু করা হচ্ছে কোথায় ?
[A] গুরুগ্রাম
[B] নয়ডা
[C] হায়দ্রাবাদ
[D] চেন্নাই
Answer – গুরুগ্রাম
৯) 2024 Men’s AFC U- 23 Asian Cup জিতলো কোন দেশ ?
[A] থাইল্যান্ড
[B] জাপান
[C] উজবেকিস্তান
[D] ভিয়েতনাম
Answer – জাপান
১০) UNICEF India- র ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে ?
[A] আমির খান
[B] আয়ুষ্মান খুরানা
[C] প্রিয়াঙ্কা চোপড়া
[D] করিনা কাপুর খান
Answer – করিনা কাপুর খান
ICDS & Helper Practice Set 01 | View Now |
ICDS & Helper Practice Set 02 | View Now |
ICDS & Helper Practice Set 03 | View Now |
ICDS & Helper Practice Set 04 | View Now |
ICDS & Helper Practice Set 05 | View Now |
ICDS & Helper Practice Set 06 | View Now |
ICDS & Helper Practice Set 07 | View Now |
ICDS & Helper Practice Set 08 | View Now |
ICDS & Helper Practice Set 09 | View Now |