ICDS & Helper Practice Set 06 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 06) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০৬ – (ICDS & Helper Practice Set 06)
প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন নিচেই উত্তর দেওয়া হয়েছে।
ICDS & Helper Practice Set 06
১) সম্প্রতি অবসর ঘোষণাকারী Sebastian Vettel কোন খেলার সঙ্গে যুক্ত ?
[A] ক্রিকেট
[B] টেনিস
[C] কার রেসিং
[D] বাস্কেটবল
Answer – কার রেসিং
২) সম্প্রতিক প্রয়াত বলবিন্দুর সফ্রি কোন ভাষার সংগীত শিল্পী ছিলেন ?
[A] পাঞ্জাবি
[B] হিন্দি
[C] ইংলিশ
[D] উর্দু
Answer – পাঞ্জাবি
৩) ভারতের প্রথম রাজ্য হিসেবে Semiconductor Policy লঞ্চ করলো কে?
[A] উত্তর প্রদেশ
[B] হরিয়ানা
[C] তামিলনাডু
[D] গুজরাট
Answer – গুজরাট
৪) সম্প্রতি প্লাস্টিক কোর্টেড বা প্লাস্টিক লেমিনেটেড প্রোডাক্ট ব্যান্ড করল কোন রাজ্য ?
[A] তামিলনাডু
[B] মহারাষ্ট্র
[C] কর্ণাটক
[D] তেলেঙ্গানা
Answer – মহারাষ্ট্র
৫) সম্প্রতি কোথায় 44th Chess Olympiad- এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি ?
[A] মুম্বাই
[B] নিউ দিল্লি
[C] চেন্নাই
[D] হায়দ্রাবাদ
Answer – চেন্নাই
ICDS & Helper Practice Set 06
৬) Commonwealth Games 2022- এ ভারতের হয়ে প্রথম কোন মেডেল জিতলেন সংকেত সাগর ?
[A] ব্রোঞ্জ
[B] সোনা
[C] রুপো
[D] কোনোটিই নয়
Answer – রুপো
৭) সম্প্রতি কোন দেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন প্রণয় কুমার বর্মা ?
[A] বাংলাদেশ
[B] পাকিস্তান
[C] চীন
[D] শ্রীলংকা
Answer – বাংলাদেশ
৮) নারী অধিকার সম্পর্কে সচেতন করতে ‘Mahtari Nyay Rath’ লঞ্চ করল কোন সরকার ?
[A] উত্তর প্রদেশ
[B] গুজরাট
[C] মধ্যপ্রদেশ
[D] ছত্রিশগড়
Answer – ছত্রিশগড়
৯) Limca Sport প্রমোশনের জন্য কাকে নিযুক্ত করল Coca- Cola কোম্পানি ?
[A] শচীন তেন্ডুলকার
[B] পি. ভি. সিন্ধু
[C] নিরাজ চোপড়া
[D] মীরা বাই চানু
Answer – নিরাজ চোপড়া
১০) “Eagle” নামে ভারতে প্রথম টিচিং রোবট মোতায়েন করল Indus International School, এটি কোথায় অবস্থিত ?
[A] মুম্বাই
[B] হায়দ্রাবাদ
[C] চেন্নাই
[D] নিউ দিল্লি
Answer – হায়দ্রাবাদ