Nabanna Scholarship 2024 – নবান্ন স্কলারশিপ ২০২৪, অনলাইনে আবেদন করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Nabanna Scholarship 2024 – পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য নবান্ন স্কলারশিপ প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ সরকার। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক ও স্নাতক উত্তর স্তরে অধ্যয়নের জন্য প্রদান করা হয় এই স্কলারশিপ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রান্ত হবিল থেকে এই স্কলারশিপ দেওয়া হয়। বছরে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা পান স্কলারশিপের আওতায় থাকা ছাত্রছাত্রীরা। আজকের এই প্রতিবেদনে নবান্ন স্কলারশিপ কারা পাবেন, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে অন্যান্য মানদন্ড সম্পর্কে বিস্তারিত জানানো হলো।

নবান্ন স্কলারশিপের আওতায় প্রতিবছর ১০,০০০/- টাকা করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাশ (৫০%-৬০%), উচ্চ মাধ্যমিক (৫০%-৬০%), স্নাতক (৫০%-৫৩%) থাকতে হবে। সর্বাধিক পারিবারিক আই হতে হবে ১,২০,০০০/- টাকার কম।

নবান্ন স্কলারশিপে কিভাবে আবেদন করবেন (Nabanna Scholarship 2024)

প্রথমে cmrf.wb.gov.in ওয়েবসাইটে ভিজিট করুন। এরপর “Apply for Financial Assistance for Education” অপশনে ক্লিক করুন। এরপর নিজের মোবাইল নম্বর ব্যবহার করে ওয়েবসাইটে সাইন আপ করুন। মোবাইল নম্বর যাচাই করে পাসওয়ার্ড তৈরি করুন। এরপর মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। নবান্ন স্কলারশিপের ফরম কম্পিউটার স্ক্রিনে আসার পর নিজের অভিভাবকের নাম, ঠিকানা, মাসিক আয়,এলাকার এমপি/বিধায়কের নাম সহ বিভিন্ন তথ্য প্রদান করুন।

(Nabanna Scholarship 2024)

এরপর একটি আবেদন নম্বর দেওয়া হবে এসএমএসের মাধ্যমে। নবান্ন স্কলারশিপ পেতে আগ্রহী ছাত্র-ছাত্রীদের বর্তমান এবং পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য যেমন কোর্সের নাম, বিশ্ববিদ্যালয়/বোর্ডের নাম, ইনস্টিটিউশনের নাম এবং পাসের শতাংশ ফিলাপ করুন।

এরপর, নিজের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড দিন। এরপর পুরো ফর্ম ফিলাপ করার পর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করার পালা। প্রেয়ার ফর্ম, এমপি/বিধায়কের থেকে প্রস্তাবিত শংসাপত্র, আয়ের শংসাপত্র,নিজস্ব ঘোষণাপত্র,মাধ্যমিক অ্যাডমিট কার্ড ও মার্কশীট, পেশাদার কোর্সের ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার র‍্যাঙ্ক কার্ড, ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতা এবং সাম্প্রতিক কোনো শিক্ষক প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকলে তার রশিদ স্ক্যান করে আপলোড করতে হবে। সমস্ত তথ্য আরো একবার মিলিয়ে নিয়ে ফর্ম সাবমিট করুন।

স্ট্যাটাস কিভাবে ট্র্যাক করবেন

নবান্ন স্কলারশিপের আবেদন পত্র জমা দেওয়ার পর ওয়েবসাইটে লগইন করে আবেদন স্ট্যাটাস চেক করার সম্ভব। “Applied,” “Wanting -Resubmit with documents,” “Under Process,” এবং “Approved” এইগুলির মধ্যে কোন অবস্থানে আপনার স্কলারশিপের ফর্ম রয়েছে তা আপনি জানতে পারবেন।

Official WebsiteClick Here

আরোও জানতে যোগাযোগ করুন:

স্কলারশিপ সংক্রান্ত অন্য কোন প্রশ্ন জানার থাকলে (০৩৩) ২২৫৩ ৫৩৩৫ নম্বরে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে cmrf.wb.gov.in ওয়েবসাইটে ভিজিট করুন।

Sunil Roy , wbjob24.in এর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প ও চাকরির কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত।