Indian Oil Corporation Limited Job Vacancy – ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড দপ্তরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে ভিন্ন পদে প্রার্থীরা আবেদন জানাতে পারবে। যেসব প্রার্থীরা উচ্চমানের চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। চাকরির অপেক্ষায় রত প্রার্থীদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ।
আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়সসীমা কি থাকছে? চাকরিপ্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আজকের এই প্রতিবেদনে। এখানে আবেদন করার আগে বিঞ্জপ্তি ডাউনলোড করবেন তারপর ভালোভাবে পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
পদের নাম | ডিপ্লোমা (টেকনিশিয়ান),নন-ইঞ্জিনিয়ারিং স্নাতক শিক্ষানবিশ |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অনলাইন |
নিয়োগ প্রক্রিয়া | নিচে উল্লেখিত |
পদের নাম
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – ডিপ্লোমা (টেকনিশিয়ান), নন-ইঞ্জিনিয়ারিং স্নাতক শিক্ষানবিশ
শূন্যপদ
২৪০ টি।
শিক্ষাগত যোগ্যতা (Indian Oil Corporation Limited Job Vacancy)
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে যেকোনো ট্রেডে ডিপ্লোমা /BA /B.Sc / B.Com / BBA /BCA /BBM ডিগ্রি অর্জন করতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে?
nats.education.gov.in এই পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।
মাসিক বেতন (Indian Oil Corporation Limited Job Vacancy)
এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে সর্বনিম্ন ১০,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১১,৫০০ টাকার মধ্যে প্রদান করা হবে।
বয়স সীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছরের উপরে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স শিক্ষানবিশের নিয়ম অনুযায়ী করা হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
যেসকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদেরকে বলা হচ্ছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে নিজের নাম ও সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
এরপরে স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে ও সেখানে যা যা ডকুমেন্টস চেয়েছে নির্দিষ্ট সাইজের মধ্যে সঠিকভাবে আপলোড দিতে হবে সর্বশেষে ডেট এবং টাইম এর মধ্যে সমস্ত তথ্য ভেরিফাই করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়া সংস্থার বিজ্ঞপ্তি যদি আবেদন মূল্য চেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের আবেদন মূল্য দিয়ে নিজের দায়িত্বে ভালোভাবে দেখে বুঝে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) প্রয়োজনীয় মার্কশিট/শংসাপত্রের স্ক্যান করা স্ব-প্রত্যয়িত কপি।
২) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৩) আধার কার্ডের।
৪) প্রার্থীদের পাসপোর্টের আকারের ফটোগ্রাফ।
৫) আবেদনকারীর স্বাক্ষর।
আবেদন ফি
এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে কোন আবেদন মূল্য চাইলে নিজের (Indian Oil Corporation Limited Job Vacancy) দায়িত্বে জমা করতে হবে। প্রথমে আবেদন কারীরা অফিসিয়াল নোটিফিকেশনটি জাচাই করবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদনের শেষ তারিখ – ২৯/১১/২০২৪
ভূমি দপ্তরে DEO পদে কর্মী নিয়োগ, বয়সসীমা ২১ থেকে সর্বোচ্চ ৪৫
বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।
https://wbjob24.in/indian-oil-corporation-limited-job-vacancy/