Gram Panchayat Apply Online 2024 -রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েকদিন আগে পঞ্চায়েত দপ্তরে প্রচুর সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স্বাভাবিক ভাবেই চাকরি প্রার্থীরাও ছিলেন খুবই খুশি। ইতিমধ্যেই বহু চাকরিপ্রার্থী আবেদন করতে শুরু করেছিলেন। তবে যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তারা দ্রুত আবেদন করুন। তবে আবেদন করার ক্ষেত্রে যেন কোন ত্রুটি না হয় সেদিকে লক্ষ্য রাখুন।
গ্রাম পঞ্চায়েতের দফতরে চাকরিতে আবেদনের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস করলেই আপনি যোগ্য। তবে কটি শূন্য পদ রয়েছে, কি কি যোগ্যতা প্রয়োজন, কিভাবে আবেদন জানাবেন, কোন কোন নথিপত্র প্রয়োজন-এইসব সম্পর্কিত সমস্ত তথ্য জানতে আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।
(Gram Panchayat Apply Online 2024)
বয়স এবং শিক্ষাগত যোগ্যতা – গ্রাম পঞ্চায়েত দফতরে কর্মী নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে ভিন্ন ভিন্ন পদের জন্য আবেদনকারীদের ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন।। শিক্ষাগত যোগ্যতা হিসেবে সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাস কিংবা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ স্নাতক উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করার যোগ্য হবেন। তবে বেশি ডিগ্রী থাকলেও আবেদন করা যাবে
শূন্য পদের সংখ্যা – এই রাজ্যের ২৩ টি জেলাতেই গ্রাম পঞ্চায়েত দফতরে প্রার্থীদের নিয়োগ করা হবে। ৬,৫৫২ টি শূন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে।
চাকরিতে সুবিধার জন্য এখানে জেলাভিত্তিক শূন্যপদের তালিকা দেওয়া হল –
১) হুগলি – ৬০৬ টি
২) দক্ষিণ চব্বিশ পরগনা – ৫১৬ টি
৩) বাঁকুড়া – ৬৬০ টি
৪) উত্তর ২৪ পরগনা – ৫৬৬ টি
৫) উত্তর দিনাজপুর – ১০০ টি
৬) দার্জিলিং – ৬৫ টি
৭) পূর্ব বর্ধমান – ৩১৮ টি
৮) নদিয়া – ১৪৪ টি
৯) পশ্চিম বর্ধমান – ১২৩ টি
১০) পূর্ব মেদিনীপুর – ৩২৯ টি
১১) পশ্চিম মেদিনীপুর – ৫৬০ টি
১২) বীরভূম – ১৪৭ টি
১৩) পুরুলিয়া – ৪০৫ টি
১৪) আলিপুরদুয়ার – ১৮১ টি
১৫) দার্জিলিং – ৩৬৬ টি
১৬) জলপাইগুড়ি – ১৪৬ টি
১৭) হাওড়া – ৪৪২ টি
১৮) কুচবিহার – ২০০ টি
১৯) মুর্শিদাবাদ – ১৭৮ টি
২০) ঝাড়গ্রাম – ২২৫টি
২১) দক্ষিণ দিনাজপুর – ১৮৪ টি
২২) কালিম্পং – ১৬৯টি
২৩) মালদা – ১৩৮ টি
শূন্যপদের নাম (Gram Panchayat Apply Online 2024)
গ্রাম পঞ্চায়েত দপ্তরে বেশ কিছু পদে নিয়োগ করা হবে, সেগুলি হল – ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি পিয়ন, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী, সহায়ক সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টস, ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম-টাইপিস্ট, ব্লক ইনফমেটিক্স, পঞ্চায়েত সমতি পিয়ন।
আবেদনের মাধ্যমে – দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরের চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সঠিক পদ্ধতি অবলম্বন করে তবে আবেদন জানানো উচিত। আবেদন জানানোর পূর্বে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন।
Official Website | Click Here |
জেলায় SDO অফিসের অধীনে কর্মী নিয়োগ, বয়সসীমা ১৮ থেকে ৪০ মধ্যে
বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।
I am interested 🙂 this works and will be serious ☺️
Form fill up kobe theke suru hobe?
North 24pgs
Ami ai kaj ti korta echuk