SSC মামলায় ২৬০০০ চাকরিই কি বাতিল? কি জানালো সুপ্রিম কোর্ট – SSC Recruitment Big Update

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SSC Recruitment Big Update – SSC ২৬০০০ চাকরি আদৌ বাতিল হবে কি না থাকবে, সেই নিয়ে সংশয়ের শেষ নেই। দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে এই মামলা। আদালতের নির্দেশ অনুসারে এখন অবশ্য যোগ্য অযোগ্য সকলের চাকরি বহাল আছে। এবার সেই মামলা নিয়ে বড়সড় তথ্য সামনে এলো। ইতিপূর্বে ১৬ই জুলাই সুপ্রিম কোর্টে মামলা উঠেছিল। কিন্তু তখন শুনানি ২১ দিনের জন্য পিছিয়ে দেওয়া হয়। এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষের বক্তব্য শোনা হবে বলে জানিয়েছিল সর্বোচ্চ আদালত। তারপরেই সিদ্ধান্ত গ্রহণ করার কথা বলা হয়।

৩ সপ্তাহ বেরোনোর পর অর্থাৎ ৬ আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ফের পিছিয়ে দেওয়া হয় শুনানির দিন। কারণ হিসেবে জানানো হয়, সময়ের অভাব। ফের শুনানির তারিখ দেয় সুপ্রিম কোর্ট। এসএসসির ২৬০০০ চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানির দিন ঘোষিত হয় ২৮ আগস্ট। অর্থাৎ আগামী বুধবার সুপ্রিম কোর্টে রয়েছে এই মামলার শুনানি।

SSC Recruitment Big Update

উচ্চ আদালতের নির্দেশে ২০১৬ সালের গোটা প্যানেল অর্থাৎ প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়েছিল এপ্রিলে। চাকরি বাতিল হওয়া ব্যক্তিদের ১২ শতাংশ হারে সুদ সহ বেতন ফেরাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়। এই আবহে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ।। সেই মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, পূর্বে শেষবার যখন নাম শুনানি হয় তখন জানা যায় যে, মামলা বিষয়ক কিছু নতুন আবেদন জমা পড়েছে আদালতে। তাই শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই আদালত। পাশাপাশি সুপ্রিম (SSC Recruitment Big Update) কোর্টের পক্ষ থেকে নতুন মামলাকারীদের বক্তব্য চার সদস্যের কমিটিকে জানানো নির্দেশ দেওয়া হয়। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, এসএসসির মামলায় রাজ্য সরকার, এসএসসি, তদন্তকারী সংস্থা, আসল মামলাকারী এবং যাদের চাকরি বাতিল হয়েছে সেই পাঁচপক্ষের সমস্ত বক্তব্য শোনার পরেই সিদ্ধান্ত গ্রহণ করবে সর্বোচ্চ আদালত।

প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে পঞ্চায়েত দপ্তর! আবেদনের ত্রুটি থাকলেই মহা বিপদ

Sunil Roy , wbjob24.in এর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প ও চাকরির কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment