How To Become BDO Officer – BDO কিভাবে হওয়া যায়? BDO-র মাসিক বেতন, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

How To Become BDO Officer -স্কুলের গন্ধি পেরিয়ে উচ্চশিক্ষা লাভের পর সকলেই একটি সরকারি চাকরির প্রত্যাশা করেই থাকেন কিন্তু সরকারি চাকরি পাওয়া তো আর মুখের কথা নয় যোগ্যতা অধ্যাবসায় আর ধৈর্য থাকলে তবেই সম্ভব। অনেকেই চান বিডিও হতে চান। কিন্তু কিভাবে বিডিও হওয়া যায় সে সম্পর্কে জ্ঞান থাকা জরুরী। BDO এর পুরো কথা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। গ্রুপ সি লেভেলের চাকরি হলো এটি। আপনিও যদি বিডিও অফিসার হতে চান তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি আপনার জন্য। একজন বিডিওর বেতন থেকে শিক্ষাগত যোগ্যতা সবই রইল বিস্তারিত।

বিডিওর কাজ ও দায়িত্ব

1) ব্লকের উন্নয়নের জন্য কাজ করাই হলো একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসারের মূল দায়িত্ব।
2) রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তার বাস্তবায়িত করাই হলো বিডিওর কাজ।
3) বিডিও বিভিন্ন আদেশ উপদেশ দিয়ে থাকেন পঞ্চায়েত সমিতির কর্মকর্তাদের। সেই অনুযায়ী কাজ করতে হয়।

বিডিওর শিক্ষাগত যোগ্যতা (How To Become BDO Officer)

গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকলে বিডিও অফিসার হওয়া যায়। ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ কিংবা ব্যাচেলর অফ কমার্স সহ যেকোনো স্ট্রিমে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়াও হোটেল ম্যানেজমেন্ট, মেডিকেল, BCA, BBA সহ স্নাতকের সমকক্ষ ডিগ্রি থাকা বাঞ্ছনীয়।

বিডিও অফিসার পদে নিয়োগের বয়সসীমা

২১ থেকে ৩৬ বছর বয়সের মধ্যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার পদে চাকরি পাওয়া যায়। তবে সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় রয়েছে। জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের জন্য ২১ থেকে ৩৬ বছর, ওবিসি চাকরি-প্রার্থীদের জন্য ২১ থেকে ৩৯ বছর (তিন বছরের ছাড়), এস টি এস সি প্রার্থীদের জন্য ২১ থেকে ৪১ বছর (পাঁচ বছরের ছাড়), পি ডব্লিউ ডি চাকরিপ্রার্থীদের জন্য ২১ থেকে ৪৫ বছর (দশ বছরের ছাড়) দেওয়া হয়।

নিয়োগ প্রক্রিয়া (How To Become BDO Officer)

বিডিও অফিসার হিসেবে চাকরি করতে গেলে ডব্লিউবিসিএস পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা নিয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। মূলত তিনটি ধাপে চলে বিডিও পদে নিয়োগ প্রক্রিয়া…প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam), মেন পরীক্ষা (Main Exam), ইন্টারভিউ (Interview)।

PNB ব্যাঙ্কে নতুন কর্মী নিয়োগ, বয়স সীমা – ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে

পরীক্ষার পদ্ধতি এবং সিলেবাস

প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হয় বিডিও অফিসারদের। প্রত্যেকটি পেপারে কত নম্বরে পরীক্ষা হয় এবং সময়সীমা কত, সে বিষয়ে নিচে আলোচনা করা হলো। প্রিলিমিনারি পরীক্ষা-এই পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হয়। সময় থাকে ২ ঘণ্টা ৩০ মিনিট।

মেন পরীক্ষা- প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে পারলে মেইন পরীক্ষা দেওয়ার সুযোগ মেলে। এক্ষেত্রে আটটি পেপারের পরীক্ষা নেওয়া হয় প্রতিটি পেপারের জন্য ১৫০ নম্বর করে ধার্য করা হয়। সময় থাকে তিন ঘন্টা।

ইন্টারভিউ- প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে ১৫০ নম্বরের ইন্টারভিউ দিতে হয়।

বিডিও অফিসারের বেতন

পে লেভেল ১৪ এর আওতায় এই রাজ্যের একজন বিডিও অফিসার প্রতিমাসে বেতন পান ৩৯ হাজার ৯০০ টাকা থেকে ১ লাখ ২৮০০ টাকা পর্যন্ত। চাকরিতে নিযুক্ত হওয়ার পর একজন বিডিও ৫৬,১০০ বেতন সহ ডিএ, Medical Allowance, House Rent Allowance সহ সব মিলিয়ে প্রায় ৭০ হাজার থেকে ৭৫ হাজার টাকা বেতন পান।

আবেদন প্রক্রিয়া (How To Become BDO Officer) বিডিও অফিসার হওয়ার জন্য WBCS পরীক্ষা দিতে হয়। প্রত্যেক বছর অনলাইনে ফরম ফিলাপ করে এই পরীক্ষায় নিয়ে থাকে ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তাই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করার পর অনলাইনে আবেদন করতে হয় পরীক্ষার জন্য।

জেলার স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইন মাধ্যমে

Sunil Roy , wbjob24.in এর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প ও চাকরির কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত।

2 thoughts on “How To Become BDO Officer – BDO কিভাবে হওয়া যায়? BDO-র মাসিক বেতন, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া।”

Leave a Comment