Taruner Swapna Scheme – মোবাইল কিনবার ট্যাপ কেনার জন্য ছাত্র-ছাত্রীদের ১০ হাজার টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার। ২০২১ সাল থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের তরুনের স্বপ্ন প্রকল্পের আওতায় এই টাকা দেওয়া হয়ে থাকে। তবে ২০২৪-২৫ রাজ্য বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জন্ত্রিমা ভট্টাচার্য দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন।
এবার রাজ্য সরকারের থেকে ট্যাবের টাকা পাওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো স্কুলগুলি থেকে। কি আপডেট দেওয়া হল? কবে মিলবে মোবাইল বা ট্যাব কেনার জন্য টাকা? জানুন এই প্রতিবেদনে। তরুণের স্বপ্ন প্রকল্পের পোর্টালে নাকি সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ জানিয়েছে বেশ কিছু বিদ্যালয়।
BDO কিভাবে হওয়া যায়? BDO-র মাসিক বেতন, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া।
সাইবার প্রতারণার কারণে স্টুডেন্টদের দেওয়া ব্যাংক একাউন্টের নম্বর সহ অন্যান্য বিবরণ এমনি পরিবর্তিত হয়ে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টের তথ্য পোর্টালে সাবমিট করার কিছুক্ষণের মধ্যে অন্য একাউন্টের তথ্য আসছে ওয়েবসাইটে। তাই বেশ কিছু স্কুল ছাত্র-ছাত্রীদের একাউন্টের তথ্য পোর্টালে আপডেট করতেই পারেনি।
(Taruner Swapna Scheme)
তবে এই সমস্যা আজকের নয়। বিগত বছরগুলিতেও এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে স্কুলগুলিকে। ফলস্বরূপ বহু দরিদ্র ছাত্র-ছাত্রী সরকারের থেকে ১০০০০/- টাকা ট্যাব কেনার জন্য পাননি। সেই কারণে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা নারান কথাবার্তা শুনিয়েছেন বলে অভিযোগ। তাই স্কুল কর্তৃপক্ষ গুলির দাবি, এই বিষয়টি যেন খতিয়ে দেখে স্কুল শিক্ষা দপ্তর।
গত ১৫ জুলাই এর মধ্যে একাউন্ট ডিটেলস জমা করার জন্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের বার্তা দেয়া হয়। কিন্তু ২৫ শে জুলাই এর পরেও ৫১ হাজারেরও বেশি ছাত্রছাত্রীর একাউন্ট নম্বর ভুল রয়েছে এবং ৭০০০/- এর বেশি ছাত্রছাত্রীর আইএফএসসি কোড ভুল। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে ১৯ হাজারের বেশি ছাত্রছাত্রীদের একাউন্ট নম্বর নেই, আইএফএসসি কোড ভুল ৪ হাজারের বেশি ছাত্রছাত্রীর।
Taruner Swapna Scheme – মনে করা হচ্ছে যে, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আগস্ট মাসের মধ্যে প্রত্যেক ছাত্র-ছাত্রীর একাউন্টে দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হবে না। সে ক্ষেত্রে আগামী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে ছাত্র-ছাত্রীদের একাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে উল্লেখিত সমস্ত তথ্য বিশ্বস্ত ওয়েবসাইট সূত্রে প্রাপ্ত।
পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি পেতে চান? জানুন যোগ্যতা থেকে বয়স সবটাই