হোস্টেলে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাসে আবেদন করুন। – WB Karmabandhu Job Notification 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Karmabandhu Job Notification 2024চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। সেপ্টেম্বর মাসে রাজ্যের সেন্ট্রাল হোস্টেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থা সেন্ট্রাল হোস্টেল
পদের নাম Matron, Helper, Cook, Darwan, Karmabandhu, Superintendent
মোট শূন্যপদ নিচে উল্লেখিত
আবেদন মাধ্যম অফলাইনে
আবেদন শেষ তারিখ০৪/১০/২০২৪

পদের নাম – শুন্যপদ – শিক্ষাগত যোগ্যতা

পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Matron, Helper, Cook, Darwan, Karmabandhu, Superintendent

শুন্যপদ – ৬টি।

শিক্ষাগত যোগ্যতা – যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক স্বীকৃত কোন বিদ্যালয় থেকে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস করতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

বয়স সীমা – মাসিক বেতন

বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০বছরের মধ্যে হতে হবে‌। এখানে প্রার্থীদের বয়স ০১/০১/২০২৪ তারিখ অনুসারে হিসাব করা হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন – এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে সর্বনিম্ন ৩,০০০/- টাকা সর্বোচ্চ ১৫,০০০/- টাকার মধ্যে থেকে প্রদান করা হবে।

এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে? –www.jhargram.gov.in পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।

WB Karmabandhu Job Notification 2024

নিয়োগ প্রক্রিয়া – আবেদন পদ্ধতি – গুরুত্বপূর্ণ তারিখ

নিয়োগ প্রক্রিয়া – এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি – এখানে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে। সর্বপ্রথম প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এছাড়া আপনারা যদি চান এই প্রতিবেদনের নিচে যে ডাউনলোড করার অফিসিয়াল ওয়েবসাইট অপশন আছে সেখানে  গিয়ে দেখতে পারেন। এরপরে ওয়েবসাইটে থাকা আবেদন করার ফর্মটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সমস্ত কিছু তথ্য সেখানে উল্লেখ করে নির্দিষ্ট সময় ও দিনের মধ্যে নির্দিষ্ট স্থানে আবেদন পত্র পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সমস্ত তথ্য জানতে অবশ্যই আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন।

আবেদনপত্র জমা করার ঠিকানা – Office of the PO-cum-DWO, BCW& TD, Jhargram, 2nd Floor, Collectorate Complex (Near Jhargram Raj College) PO, PS & Dist. Jhargram, PIN 721507

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ তারিখ – ০৪/১০/২০২৪।

Official Websitejhargram.gov.in
Official PDF LinkDownload

রাজ্যের বিদ্যুৎ দপ্তরে আবার চাকরি, বেতন শুরু ২৭,০০০/-টাকা থেকে

বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।

আমি রিয়া সাহা, বর্তমানে আমি অবস্থিত কলকাতায়। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে MA উত্তীর্ণ হয়েছি। আমি বিভিন্ন পোর্টালে চাকরির, স্কলারশিপ ও প্রকল্পের Post লেখালেখি করে থাকে। এই মুহূর্তে ফুলটাইম wbjob24.in পোটালে কাজ করছি।

1 thought on “হোস্টেলে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাসে আবেদন করুন। – WB Karmabandhu Job Notification 2024”

Leave a Comment