Tata TCS Recruitment 2024 -অপেক্ষার দিন শেষ। চাকরি প্রার্থীদের জন্য রইল সুখবর। এবার কম শিক্ষাগত যোগ্যতায় মিলবে চাকরি। ৪০ হাজারেরও বেশি শূন্যপদে দেশের অন্যতম বৃহত্তম আইটি কোম্পানি TCS। সরকারি হোক বা বেসরকারি, একটি চাকরির প্রয়োজন প্রত্যেকটা মানুষের। তাই সেই সকল চাকরিপ্রার্থীদের জন্যই কিছু খবর নিয়ে হাজির হলো টাটা।
টাটা গ্রুপ হলো এমন একটি কোম্পানি যে কোম্পানি দেশের বিভিন্ন উন্নয়ন খাতে সরকারের পাশাপাশি নিজস্ব অবদান রাখে। দেশের জনপ্রিয় কোম্পানি এটি। Tata Consultancy Services এর চাকরি করার জন্য মুখিয়ে থাকেন চাকরি প্রার্থীরা।
Tata TCS Recruitment 2024
এই কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়। অটোমোবাইল থেকে শুরু করে খাবারের নুন সবকিছুতেই অবদান রয়েছে টাটার। তবে টাটা কোম্পানির সমস্ত ব্রাঞ্চ গুলির মধ্যে অন্যতম হলো টাটা কনসালটেন্সি সার্ভিস বা TCS।
TCS হল টাটা কোম্পানির সবচেয়ে জনপ্রিয় আইটি সেক্টর। চাকরি প্রদান করার ক্ষেত্রে সব সময় এগিয়ে থাকে Tata Consultancy Services। চাকরির বাজারে মন্দার চলার সময়ও কোম্পানিতে কর্মরত কর্মীদের ছাটাই করার বদলে কর্মসংস্থান দেওয়ার নীতি মেনে চলে TCS।
গতবছরের টাটা কনসালটেন্সি সার্ভিসের তরফ থেকে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হয়েছে। বর্তমানে দেশের প্রতিটি শাখা মিলিয়ে ৬ লাখ ৬ হাজার ৯৯৮ জন কর্মী কাজ করছেন TCS এর বিভিন্ন সেক্টরে।
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, বাড়িতে বসে E-mail মাধ্যমে আবেদন করুন
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, চলতি বছরে প্রতিদিন Tata Consultancy Services ৬১জন করে কর্মী নিয়োগ করে চলেছে। তবে আবারো ২০২৪ সালে বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগ করতে চলেছে TCS। সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের জনপ্রিয় শিল্পপতি রতন টাটার আইটি কোম্পানি TCS এর তরফ থেকে ৪০ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ করা হবে আগামী কয়েক মাসের মধ্যেই।
এই নিয়োগের পাশাপাশি, এই চাকরিতে আবেদন করতে সক্ষম হবেন যে কোন শাখার অনভিজ্ঞ চাকুরী প্রার্থীরাও। বলাই বাহুল্য, অভিজ্ঞ বা এক্সপেরিয়েন্সড চাকরিপ্রার্থীদের পাশাপাশি ফ্রেসার নিয়োগের দিকেও যথেষ্ট তৎপর রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস।
প্রসঙ্গত উল্লেখ্য, এই বছরে Tata Consultancy Services এর পক্ষ থেকে গত তিন মাসে ৫৪৫২ জনকে চাকরি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যে সকল চাকরি প্রার্থীরা TCS এর চাকরি করছেন তাদের প্রতি মাসের বেতন ৪.৫ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে খবর। তাই স্বাভাবিকভাবেই টাটা কোম্পানির আইটি সেক্টরের Tata Consultancy Servicesএর পক্ষ থেকে পুনরায় কর্মী নিয়োগের খবর সামনে আসাই খুশি চাকরি প্রার্থীরা।
নতুন চাকরি আবেদন করুন –৫৪৪টি শূন্যপদে UCO ব্যাঙ্কে কর্মী নিয়োগ, অনলাইনের মাধ্যমে আবেদন
বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।
I really want this job
I am a madhyamik pass student of 2024.
I need a job..
I need a job very urgent. My family condition is very bad..
I need a job.
Very intrested
Verry intrested
I m interest to this job
I need a job .I am mechanical engineer.
I need a job.l am 12 th pass
I need a job and verry important
I need a job,I like md