কবে মিলবে ২০২৩-২৪ সেশনে ওয়েসিস স্কলারশিপের টাকা? রইল বিরাট আপডেট – OASIS Scholarship New Update 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

OASIS Scholarship New Update 2024 – ওয়েসিস স্কলারশিপের জন্য অপেক্ষা করতে থাকা ছাত্র ছাত্রীদের জন্য রইল বিরাট আপডেট। ওয়েসিস স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ২০২৪-২৫ এর নতুন আবেদন শুরু হয়ে গিয়েছে ঠিক কথাই, কিন্তু এখনো পর্যন্ত আগের বছরের টাকায় পাননি ছাত্রছাত্রীরা। ওয়েসিস স্কলারশিপের নিয়ম অনুযায়ী, এই স্কলারশিপের ৬০ শতাংশ টাকা দেয় রাজ্য সরকার।

নবান্ন স্কলারশিপ ২০২৪, অনলাইনে আবেদন করুন।

বাকি ৪০ শতাংশ টাকা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। তপশিলি জাতি উপজাতি এবং ওবিসি অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীরা স্কলারশিপরর এই টাকা পেয়ে থাকেন উচ্চশিক্ষা অর্জনের জন্য। কিন্তু কবে পাওয়া যাবে এই স্কলারশিপের টাকা, সেটাই আজ জানাবো প্রতিবেদনে।

ওয়েসিস স্কলারশিপের টাকা দেওয়ার নিয়ম (OASIS Scholarship New Update 2024)

ওয়েসিস স্কলারশিপের আওতায় দশম শ্রেণীর একজন ওবিসি পরুয়া ৪০০০/- টাকা স্কলারশিপ পাওনা। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের থেকে দেবে ১৬০০/- টাকা এবং বাকি ২৪০০/- টাকা দেবে রাজ্য সরকার। তপশিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একই নিয়ম কার্যকর।

যদিও ২০২৩-২৪ বছরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওয়েসিস স্কলারশিপের পেমেন্ট ফাইল জেনারেট করে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। ইতিমধ্যেই অধিকাংশ ছাত্র-ছাত্রীরা টাকা পেয়ে গিয়েছেন। তবে এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে যে অনুদান দেওয়ার কথা সেটাই আটকে রয়েছে বলে খবর। সে ক্ষেত্রে ড্যাশবোর্ডে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে সক্ষম হবেন ছাত্র-ছাত্রীরা। জানতে পারবেন তারা কতদিন পরে টাকা পাবেন।

OASIS Scholarship New Update 2024

জানা গিয়েছে যে, একটা লট ফান্ড ছাড়া হবে আগস্ট মাসের শেষের দিকে। যদিও সেখানে কোন জেলাগুলি প্রাধান্য পাবে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। না হলে সেপ্টেম্বর মাস পর্যন্ত ওয়েসিস স্কলারশিপের টাকা দেওয়া হতে পারে বলে জানা গেছে।

এখনো পর্যন্ত যারা টাকা পাননি, তাদের চিন্তা করার কোন কারণ নেই। ওয়েসিস স্কলারশিপ আসলে একটি সরকারি স্কলারশিপ। তাই সকলেই টাকা পাবেন। এই স্কলারশিপ মূলত পরিচালনা করে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। সরকারি দপ্তরে অনুদান পৌঁছে গেলেই ছাত্রছাত্রীদের মধ্যে সেই অনুদান একাউন্টে একাউন্টে পৌঁছে দেওয়া হবে। পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন দেখে নেবেন। প্রতিবেদনে উল্লেখিত সমস্ত তথ্য বিশ্বস্ত ওয়েবসাইট সূত্রে প্রাপ্ত।

Application Track LinkClick Now

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের তারিখ শেষ হচ্ছে! জানা গেল দিনক্ষণ

Sunil Roy , wbjob24.in এর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প ও চাকরির কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment