ICDS & Helper Practice Set 05 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 05) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০৫ – (ICDS & Helper Practice Set 05)
প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন নিচেই উত্তর দেওয়া হয়েছে।
ICDS & Helper Practice Set 05
১) Expert Insider 2020 to Rankings-এ ভারতের স্থান কত ?
[A] ৫১
[B] ৪৬
[C] ৩৬
[D] ৫২
Answer – ৩৬
২) ২০২৪ প্যারিস অলিম্পিকের স্লোগান হিসেবে ঘোষিত হলো কোনটি ?
[A] Games contact world
[B] Games wide open
[C] Hopes for peace
[D] Games world wide
Answer – Games wide open
৩) ইংল্যান্ডের Leicester Cricket Ground-এর নাম পরিবর্তন করে কোন ভারতীয় ক্রিকেটারের নাম মেয়ে নামে রাখা হবে ?
[A] কপিল দেব
[B] শচীন টেন্ডুলকার
[C] যুবরাজ সিং
[D] সুনীল গাভাস্কার
Answer – সুনীল গাভাস্কার
৪) বিদেশী স্যাটেলাইট লঞ্চ করে ISRO কত মিলিয়ন ডলার উপার্জন করেছে ?
[A] ২৩০ মিলিয়ন
[B] ২৫০ মিলিয়ন
[C] ২৭৯ মিলিয়ন
[D] ২০০ মিলিয়ন
Answer – ২৭৯ মিলিয়ন ডলার
৫) ‘The Lulo Rose’ নামে ১১৭ ক্যারেটের গোলাপী হীরে কোথায় পাওয়া গেল ?
[A] অ্যাঙ্গোলা
[B] ঘানা
[C] মেক্সিকো
[D] মালী
Answer – অ্যাঙ্গোলা
ICDS & Helper Practice Set 05
৬) সম্প্রতি অগ্নুৎপাত হওয়া সাকুরাজীমা আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত ?
[A] ভারত
[B] দক্ষিণ আফ্রিকা
[C] জাপান
[D] নিউজিল্যান্ড
Answer – জাপান
৭) Bal Raksha নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কে ?
[A] অমিত শাহ
[B] নরেন্দ্র মোদি
[C] নির্মলা সিথারামন
[D] সর্বানন্দ সনোয়াল
Answer – সর্বানন্দ সনোয়াল
৮) Asia Cup 2022 অনুষ্ঠিত হবে কোন দেশে ?
[A] ইংল্যান্ড
[B] শ্রীলংকা
[C] নিউজিল্যান্ড
[D] UAE
Answer – UAE
৯) ‘Kerala Savari’ নামে কোন পরিষেবা লঞ্চ করতে চলেছে কেরালা সরকার ?
[A] ই-ট্যাক্সি
[B] বিনামূল্যে পরিবহন
[C] সোশ্যাল মিডিয়া
[D] ই-বাইক
Answer – ই-ট্যাক্সি
১০) সম্প্রতি কাকে Sir Winston Churchill leadership Award প্রদান করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ?
[A] Volodymyr putin
[B] Volodymyr Zelenskyy
[C] Yoshida Suga
[D] Narendra Modi
Answer – Volodymyr Zelenskyy
ICDS & Helper Practice Set 01 | View Now |
I am interested