বন দপ্তরে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করুন – Forest Department Job Recruitment 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Forest Department Job Recruitment 2024 – রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। বন দপ্তরে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

পদের নাম – শুন্যপদ – শিক্ষাগত যোগ্যতা

নিয়োগ সংস্থা ICFRE-INSTITUTE OF FOREST GENETICS & TREE BREEDING
পদের নাম Various
মোট শূন্যপদ নিচে উল্লেখিত
আবেদন মাধ্যম অনলাইন মাধ্যমে
আবেদনের শেষ তারিখ ৩০/১১/২০২৪

পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Multi Tasking Staff (MTS), Lower Division Clerk (LDC), Technician (TE), Technical Assistant

শুন্যপদ – ১৬ টি।

শিক্ষাগত যোগ্যতা – যেহেতু এখানে অনেকগুলি শূন্য পদ আছে সেক্ষেত্রে প্রত্যেক শূন্য পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে নিচে তা পদ অনুযায়ী উল্লেখ করে দেওয়া হলো – 

Multi Tasking Staff (MTS) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই মাধ্যমিক পাস ও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।

Lower Division Clerk (LDC) – উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই উচ্চমাধ্যমিক পাস এর পাশাপাশি ম্যানুয়াল টাইপ রাইটারে টাইপিং স্পীড থাকতে হবে প্রতিমিনিটে ইংরেজি ভাষায় ৩০টি শব্দ তাহলে এখানে আবেদন করা যাবে।
Technician (TE) –
এই পদে আবেদন করার জন্য কেবলমাত্র ৬০ শতাংশ নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করা যাবে।

Technical Assistant – প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড থেকে সায়েন্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে (Agriculture/Biotechnology) নিয়ে গ্র্যাজুয়েশন।‌

(Forest Department Job Recruitment 2024)

বয়স সীমা – মাসিক বেতন

বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে যেমন SC/ST চাকরিপ্রার্থীরা ০৫ বছরের বয়সের ছাড় পাবেন। OBC চাকরি প্রার্থীরা ০৩ বছরের বয়সের ছাড় পাবেন। PWD প্রার্থীরা অন্তত ১০ বছরের বয়সের ছাড় পাবেন। 

মাসিক বেতন – বেতন সম্বন্ধে বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ফলো করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে? – ifgtb.icfre.gov.in পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া – আবেদন পদ্ধতি – গুরুত্বপূর্ণ তারিখ

নিয়োগ প্রক্রিয়া – এখানে প্রার্থীদের CBT ও DVর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। আরো বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।

আবেদন ফি – এখানে প্রার্থীদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য ৫০০ টাকা এছাড়া অন্যান্য প্রার্থী যেমন SC/ST/Ex-SM/Women এই সমস্ত চাকরি প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র ২৫০ টাকা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন মূল্য (Forest Department Job Recruitment 2024) দেওয়ার আগে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন যাচাই করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

আবেদন পদ্ধতি – এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এ ছাড়া আরও বিষয় বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করতে পারেন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ তারিখ – ৩০/১১/২০২৪।

Official WebsiteView Now
Official PDF LinkDownload

পরীক্ষা ছাড়াই IRCTC তে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।

আমি রিয়া সাহা, বর্তমানে আমি অবস্থিত কলকাতায়। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে MA উত্তীর্ণ হয়েছি। আমি বিভিন্ন পোর্টালে চাকরির, স্কলারশিপ ও প্রকল্পের Post লেখালেখি করে থাকে। এই মুহূর্তে ফুলটাইম wbjob24.in পোটালে কাজ করছি।

Leave a Comment