BOB Bank Staff Vacancy 2024 -ব্যাঙ্ক অফ বরোদায় দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। বহুদিন চাকরির অপেক্ষারত প্রার্থীদের জন্য আজকে খুশির খবর এবং সুবর্ণ সুযোগ। এখানে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের সুযোগ পাবেন। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়স সীমা কি থাকছে? চাকরিপ্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আজকের এই প্রতিবেদনে। এখানে আবেদন করার আগে প্রথম থেকে শেষ অব্দি ভালোভাবে পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
পদের নাম | অফিস অ্যাসিস্ট্যান্ট |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অফলাইন |
নিয়োগ প্রক্রিয়া | নিচে উল্লেখিত |
পদের নাম
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – অফিস অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ
সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট শূন্যপদ ১টি।
শিক্ষাগত যোগ্যতা (BOB Bank Staff Vacancy 2024)
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের বেসিক কম্পিউটার দক্ষতা থাকতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
বয়স সীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২২ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০১/২০২৪ তারিখ অনুসারে হিসাব করা হবে।
মাসিক বেতন (BOB Bank Staff Vacancy 2024)
এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ২০,০০০টাকা প্রদান করা হবে
এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে?
www.bankofbaroda.in এই পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে। সর্বপ্রথম প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে (BOB Bank Staff Vacancy 2024) সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এছাড়া আপনারা যদি চান এই প্রতিবেদনের নিচে যে ডাউনলোড করার বিজ্ঞপ্তি অপশন আছে সেখান থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করেও আপনারা দেখতে পারেন।
এরপরে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সমস্ত কিছু তথ্য সেখানে উল্লেখ করে নির্দিষ্ট সময় ও দিনের মধ্যে নির্দিষ্ট স্থানে আবেদন পত্র পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সমস্ত তথ্য জানতে অবশ্যই আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন।
আবেদন পাঠানোর ঠিকানা
Regional Head, Regional Office (Prayagraj-II), Baroda Bhawan, 1st Floor, Plot No. CP-01, Dev Prayagam Awas Yojana, Jhalwa, Prayagraj, 211011
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) প্রার্থীর পরিচয়ের প্রমাণপত্র হিসাবে (পাসপোর্ট/ভোটার কার্ড/আধার কার্ড/প্যান কার্ড)।
২) বয়সের প্রমাণপত্র হিসাবে (মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট)।
৩) সমস্ত মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট ।
৪) জাত শংসাপত্র ।
আবেদন ফি
এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে আবেদনমূল্য চাইলে নিজের দায়িত্ব জমা করতে হবে। প্রথমে আবেদন কারীরা অফিসিয়াল নোটিফিকেশনটি জাচাই করবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদনের শেষ তারিখ : ৩০/১১/২০২৪
Official Website | www.bankofbaroda.in |
Official PDF Link | Download |
বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।