BECIL Job Notification 2024 -ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড দপ্তরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে ডেটা এন্ট্রি অপারেটর সহ ভিন্ন পদে প্রার্থীর আবেদন জানাতে পারবে। যেসব প্রার্থীরা উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। সর্বনিম্ন উচ্চমাধ্যমিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
চাকরির অপেক্ষায় রত প্রার্থীদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়স সীমা কি থাকছে? চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আজকের এই প্রতিবেদনে। এখানে আবেদন করার আগে বিঞ্জপ্তি ডাউনলোড করবেন তারপর ভালোভাবে পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড |
পদের নাম | DEO |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৭/১১/২০২৪ |
পদের নাম – শুন্যপদ – শিক্ষাগত যোগ্যতা
পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – সিনিয়র হার্ডওয়্যার সাপোর্ট টেকনিশিয়ান, সিনিয়র ডেটা বিশ্লেষক, হার্ডওয়্যার সাপোর্ট টেকনিশিয়ান, গ্রাফিক ডিজাইনার, ডেটা এন্ট্রি অপারেটর, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার
শুন্যপদ – ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি /ডিজাইন ডিগ্রি /এমটেক /বিটেক /কম্পিউটার ডিপ্লোমা / উচ্চমাধ্যমিক ইত্যাদি যোগ্যতা সম্পন্ন হতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
বয়স সীমা – মাসিক বেতন
বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন – এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে সর্বনিম্ন ৩৩,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,৬০,০০০ টাকার মধ্যে প্রদান করা হবে।
এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে?
www.becil.com এই পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।
(BECIL Job Notification 2024)
নিয়োগ প্রক্রিয়া – এখানে প্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশনের নিয়ম অনুসারে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি – এখানে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে। সর্বপ্রথম প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এছাড়া আপনারা যদি চান এই প্রতিবেদনের নিচে যে ডাউনলোড করার বিজ্ঞপ্তি অপশন আছে সেখান থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করেও আপনারা দেখতে পারেন।
এরপরে সেই অফিসিয়াল নোটিফিকেশনে যে আবেদন ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সমস্ত কিছু তথ্য সেখানে উল্লেখ করে নির্দিষ্ট সময় ও দিনের মধ্যে নির্দিষ্ট স্থানে আবেদন পত্র পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সমস্ত তথ্য জানতে অবশ্যই আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) শিক্ষাগত/পেশাগত শংসাপত্র।
২) 10/জন্ম শংসাপত্র।
৩) জাত শংসাপত্র।
৪) কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট ।
৫) প্যান কার্ডের কপি।
৬) আধার কার্ডের কপি।
৭) ইপিএফ/ইএসআইসি কার্ডের অনুলিপি।
আবেদন পাঠানোর ঠিকানা – Broadcast Engineering Consultants India Limited (BECIL), BECIL BHAWAN, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P)
আবেদন ফি – এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে SC/ST/EWS/PH ক্যাটাগরির প্রার্থীদের ২৯৫ টাকা এবং জেনারেল/ওবিসি/ প্রাক্তন সেনা/মহিলা ক্যাটাগরির প্রার্থীদের ৫৯০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা করতে হবে। প্রথমে আবেদনকারীরা অফিসিয়াল নোটিফিকেশনটি জাচাই করবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদনের শেষ তারিখ : ০৭/১১/২০২৪
বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।