Yuvashree Prakalpa New Update – যুবশ্রী প্রকল্প নিয়ে বড় ঘোষণা! যুবশ্রী প্রকল্পের জন্য আবেদনকারীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই আপডেট। এমনিতেই পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্প বেশ জনপ্রিয়তা অর্জন করেছে রাজ্যে। প্রতিমাসে দেড় হাজার টাকা করে দেওয়া হয় প্রার্থীদের অ্যাকাউন্টে। এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর তরফে দেওয়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত না জানলে টাকা নাও পেতে পারেন। তাই অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।
যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা বা ওয়েটিং লিস্ট তৈরি করা হয়ে গেছে। সেই তালিকা টি দেখা যাবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর ওয়েবসাইট employmentbankwb.gov.in
Yuvashree Prakalpa New Update
ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা ইতিমধ্যেই আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে Submit Annexure-I এবং Annexure-II ফর্ম ফিলাপ করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করেছেন। তবে এবার পালা Annexure-III ফর্ম জমা দেওয়ার।
Annexure – III ফর্ম এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে Yuvasree সাব-মেনুতে পাবেন। “যুবশ্রী” প্রকল্পের প্রতিটি শর্ত পূরণ করতে পারলে তবেই এই প্রকল্পের সুবিধা পাবেন আবেদনকারীরা।
এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের দেওয়া বিজ্ঞপ্তি (Yuvashree Prakalpa New Update)
এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,”যে সকল কর্মপ্রার্থী ” যুবশ্রী” প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী ০৫/০৯/২০২৪ থেকে ০১/১০/২০২৪ তারিখের মধ্যে অবশ্যই Annexure – III ফর্মটি online এ “SUBMIT ANNEXURE – III” Link এর মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে।
এই Link টি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর ওয়েবসাইট “employmentbankwb.gov.in” এ পাওয়া যাবে।” এই বিষয়ে তারা নিকটতম “এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ” এর সাহায্য নিতে পারেন। এই পরিষেবা “তথ্য মিত্র কেন্দ্র” ও “বাংলা সহায়তা কেন্দ্র” থেকেও পাওয়া যাবে।”
এমপ্লয়মেন্ট ব্যাংকের দ্বিতীয় বিজ্ঞপ্তি
এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে কর্মপ্রার্থীদের নিবন্ধনের অনলাইন বৈধকরণের নতুন পদ্ধতি ১৯.০৯.২০২২ তারিখ থেকে কার্যকর করা হবে। কর্মপ্রার্থীদের আর ব্যক্তিগতভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যেতে হবে না তাদের নিবন্ধন যাচাই করার জন্য। অনলাইন রেজিস্ট্রেশনের সময় তাদের প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করলেই তাদের নিবন্ধন অনলাইনে যাচাই হয়ে যাবে।
কর্মপ্রার্থীরা, সফল যাচাইকরণের পরে তাদের ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড SMS এর মাধ্যমে পাবেন অথবা, অসফল যাচাইকরণের ক্ষেত্রে প্রত্যাখ্যানের কারণ উল্লেখ করে একটি প্রত্যাখ্যান SMS পাবেন। প্রত্যাখ্যানের ক্ষেত্রে, কর্মপ্রার্থীরা আবার সঠিকভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এই বিষয়ে তারা প্রয়োজনীয় সহায়তার জন্য তাদের স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাথে যোগাযোগ করতে পারেন অথবা “বাংলা সহায়তা কেন্দ্র” এবং “তথ্য মিত্র কেন্দ্র” এর সাহায্য নিতে পারেন। এই ফর্ম বাড়িতে বসে ডাউনলোড করে ফিলাপ করে জমা দেওয়া যেতে পারে নিকটবর্তী কোন তথ্য মিত্র কেন্দ্রে।
Official Website | employmentbankwb.gov.in |
Official PDF Link | Download |
সুপ্রিম কোর্টে প্রচুর শূন্যপদে কর্ম নিয়োগ, বয়স সীমা ১৮ থেকে শুরু হচ্ছে
বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।