কলেজে লাইব্রেরিয়ান পদে নিয়োগ, দেখুন আবেদন পদ্ধতি – WB PTTI Recruitment 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB PTTI Recruitment 2024 – রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। রাজ্যের (Majhihira Ashram Primary Teachers’ Training Institute তথা PTTI) কলেজে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। কিভাবে এখানে আবেদন করবেন? বয়সসীমা কি থাকছে? শিক্ষকতা যোগ্যতা ও বেতন কি থাকবে এই সমস্ত তথ্য নিয়েই আজকের এই প্রতিবেদনটি অতি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন ও নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

পদের নাম – (Library), Visual and Performing Art,Physical Education, (Mathematics)

শুন্যপদ – সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।

শিক্ষাগত যোগ্যতা – যেহেতু অনেকগুলি বিষয় আছে প্রত্যেক বিষয়ের উপরে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে সে ক্ষেত্রে নিচে বিস্তারিত উল্লেখ করে দেওয়া হল।

লাইব্রেরি (Library)
শিক্ষাগত যোগ্যতা – লাইব্রেরি সায়েন্স এর ওপর স্নাতক পাশ করে থাকতে হবে।

Visual and Performing Art
শিক্ষাগত যোগ্যতা – Fine Arts/ Music/ Dance/ Theatre এর ওপর 50% নম্বর নিয়ে স্নাতকোত্তর পাশ।

Physical Education 
শিক্ষাগত যোগ্যতা – Physical Education এর ওপর 50% নম্বর নিয়ে স্নাতকোত্তর পাশ।

Mathematics
শিক্ষাগত যোগ্যতা – অংকের ওপর স্নাতকোত্তর। সঙ্গে এডুকেশন এর ওপর M.Ed/ M.A. সম্পন্ন করে থাকতে হবে। দুই ক্ষেত্রেই 50% নম্বরের প্রয়োজন।

বয়স সীমা – মাসিক বেতন

সংস্থার বিজ্ঞপ্তিতে বয় সীমা ও মাসিক বেতন সম্বন্ধে সেরকম কোন তথ্য উল্লেখ নেই তবু আপনারা সংস্থার অফিসার ওয়েবসাইট দেখেও বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে? – www.maptti.com পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া – আবেদন পদ্ধতি – গুরুত্বপূর্ণ তারিখ

নিয়োগ প্রক্রিয়া – নিয়োগ প্রক্রিয়া সংস্থার বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। 

WB PTTI Recruitment 2024

যে যে ডকুমেন্টগুলো লাগবে 

পাসপোর্ট সাইজের ফটো, নিজের হাতের সিগনেচার, একটি বায়োডাটা, সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট, যদি কোনো এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকে।

আবেদন পদ্ধতি – এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এ ছাড়া আরও বিষয় বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করতে পারেন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিজ্ঞপ্তি প্রকাশের দশ দিনের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারে।

Official Websitewww.maptti.com
Official PDF LinkDownload

২৪২৪ শূন্যপদে ভারতীয় রেলে কর্মী নিয়োগ, যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশে

বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।

Sunil Roy , wbjob24.in এর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প ও চাকরির কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত।

1 thought on “কলেজে লাইব্রেরিয়ান পদে নিয়োগ, দেখুন আবেদন পদ্ধতি – WB PTTI Recruitment 2024”

Leave a Comment