WB New Jobs Vacancy 2024 -রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু বিভাগে কর্মী নিয়োগ শুরু হয়েছে। সব মিলিয়ে 700 জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে বেশিরভাগটাই পুলিশে চাকরির জন্য নিয়োগ করা হবে বলে খবর নবান্ন সূত্রে। রাজ্যে পুলিশের ঘাটতি মেটানোর জন্য ৪৯৪ টি পদে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। শুধু তাই নয় ফায়ার বিভাগেও ১৬৬ জনকে নিয়োগ করা হবে। মাদ্রাসায় নিয়োগ করা হবে ১২ জনকে এবং স্বরাষ্ট্র বিভাগে তিন জনকে নতুন চাকরি দেওয়া হবে বলে খবর।
মূলত বিভিন্ন বিভাগে কর্মীদের ঘাটতি মেটানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ করে পুলিশের আরও বেশি কর্মী প্রয়োজন। সেখানে ৪৯৪ জন নতুন সাব ইন্সপেক্টর কে নিয়োগ করা হবে রাজ্যের জনগণের নিরাপত্তা রক্ষার্থে। আইনকে যাতে আরো কঠোরভাবে পরিচালনা করা যায় এবং ভবিষ্যতে আরো ভালো করে কাজ করা যায় সেই জন্যই এই নিয়োগ করা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
WB New Jobs Vacancy 2024
এই প্রথম নয়, আগের বৈঠকগুলিতেও স্বাস্থ্য বিভাগে কর্মী সংখ্যা বৃদ্ধি এবং দমকল বিভাগে কর্মীদের চাহিদা পূরণের মতো বিভিন্ন ক্ষেত্রে নতুন ভূমিকা অনুমোদন করেছে সরকার।
রাজ্যে নতুন কর্মী নিয়োগের সময়সূচী – তবে কত তাড়াতাড়ি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদগুলিতে নিয়োগ করা হবে কর্মীদের, সেই নিয়ে অবশ্য যথেষ্ট উদ্বেগ রয়েছে। কখনও প্রক্রিয়া শুরু হবে বা কত দ্রুত কর্মীদের নিয়োগ করা হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই পদগুলি অনুমোদন করা হয়ে গিয়েছে নবান্নে তরফে। যদিও বিরোধী সমালোচকরা এই নিয়ে সুর চড়িয়েছেন।
রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ পদগুলি পূরণের জন্য কোন সুস্পষ্ট পরিকল্পনা নেই বলে অভিযোগ করছেন তারা। তবে এই মুহূর্তে সংশ্লিষ্ট পদ গুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করার ভীষণই জরুরী। ছাড়পত্র দেয়া হয়েছে পদ সৃষ্টিতে। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়া বাকি রয়ে গিয়েছে। অনুমোদন পেয়ে গেলেই পদগুলি পূরণ করার কার্যক্রম শুরু করবে রাজ্য সরকার।
ব্লকে ব্লকে নতুন আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করুন