রাজ্যে মেডিক্যাল কলেজ কর্মী নিয়োগ চলছে, বেতন শুরু ১৫,০০০/- থেকে – WB Medical College Recruitment 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Medical College Recruitment 2024 – রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। রাজ্যের মেডিকেল কলেজে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে  চাকরি প্রার্থীরা আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

পদের নাম – শুন্যপদ – শিক্ষাগত যোগ্যতা

নিয়োগ সংস্থা Murshidabad Medical College & Hospital
পদের নাম Various
মোট শূন্যপদ নিচে উল্লেখিত
আবেদন মাধ্যম ইন্টারভিউ 
ইন্টারভিউ তারিখ ২৯/১০/২০২৪

WB Medical College Recruitment 2024

পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – ডেটা ম্যানেজার, কাউন্সেলর, স্টাফ নার্স

শুন্যপদ – ০৩ টি- (ডেটা ম্যানেজার – ০১ , কাউন্সেলর – ০১, স্টাফ নার্স – ০১)।

শিক্ষাগত যোগ্যতা – যেহেতু এখানে অনেকগুলি পদ আছে প্রত্যেক পদেই আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে নিচে তা উল্লেখ করে দেওয়া হলো।
স্টাফ নার্স – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অতি অবশ্যই ANM কোর্স সম্পূর্ণ করে থাকলে আবেদন করা যাবে।
কাউন্সেলর – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই সমাজবিজ্ঞান, সমাজকর্ম অথবা মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন সম্পূর্ণ করে থাকলে আবেদন করা যাবে। 
ডেটা ম্যানেজার – এই বলে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন সম্পূর্ণ করে থাকতে হবে ও তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যথেষ্ট দক্ষতাও থাকতে হবে।

বয়স সীমা – মাসিক বেতন

বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে তবে কিছু পদের ক্ষেত্রে ১৮ থেকে ৪০ বছর অব্দি লাগছে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন।

মাসিক বেতন – যেহেতু এখানে তিনটি পদ আছে প্রত্যেক পদে আলাদা আলাদা বেতন আছে নিচে উল্লেখ করে দেওয়া হল – (ডেটা ম্যানেজার – ১৫,০০০/- টাকা, স্টাফ নার্স – ২০,০০০/- টাকা, কাউন্সেলর – ২০,০০০/- টাকা)

এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে? – www.msdmch.org পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া – আবেদন পদ্ধতি – গুরুত্বপূর্ণ তারিখ

নিয়োগ প্রক্রিয়া – এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

ইন্টারভিউর স্থান – Coollege Council Room, Office of the Principal, Murshidabad Medical College & Hospital, Berhampur, Murshidabad 

আবেদন পদ্ধতি – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইন বা অনলাইন আবেদন করতে হবে। একটি বায়োডাটা বানাতে হবে A4পেপারে প্রিন্ট আউট করে সমস্ত কিছু উল্লেখ করে নির্দিষ্ট দিনে ও সময় ইন্টারভিউ স্থানে চলে গেলে ইন্টারভিউ হয়ে যাবে অবশ্যই মনে রাখতে হবে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নিয়ে যেতে হবে আরো বিশদ ভাবে জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্ব ইন্টারভিউ স্থানে ইন্টারভিউ দিতে যেতে পারেন।

গুরুত্বপূর্ণ তারিখ

ইন্টারভিউর তারিখ – ২৯/১০/২০২৪।

Official Websitewww.msdmch.org
Official PDF LinkDownload
Application FormClick Here
Join Telegram ChannelJoni Now
Join Whatsapp ChannelJoni Now

রাজ্যে হিসাবরক্ষক পদে কর্মী নিয়োগ, বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৪০

বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।

Sunil Roy , wbjob24.in এর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প ও চাকরির কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment