WB Durga Puja Holiday Update – ছুটি দুই অক্ষরের এই শব্দটির জন্য সারা সপ্তাহ অপেক্ষা করে থাকে কর্মব্যস্ত মানুষ। ছোট থেকে বড় সকলের কাছে এই ছুটির ভীষণ পছন্দের। কারণ কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি হোক কিংবা পড়াশোনার অতিরিক্ত চাপ, এই সবকিছু থেকে মুক্তি দেয় ছুটি। ছুটি বলতেই রবিবার। তবে, কয়েক সপ্তাহ ব্যাপী ছুটি বললে সবার মনে আগে আসে দুর্গাপুজোর ছুটি।
অক্টোবর মাস পড়লেই পুজোর মরশুম শুরু হয় দেশজুড়ে। হাতে মাত্র আর কয়েকদিন পরেই দুর্গাপুজো। সরকারি বেসরকারি থেকে শুরু করে, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা শিক্ষা কর্মী সকলেই এই সময়টা ছুটি পান। তবে এবার পুজোর ছুটি নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার।
অক্টোবর মাসে অনেকগুলি পুজো রয়েছে। তার মধ্যে অন্যতম দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ছট পুজো। কিন্তু উৎসবের মাঝেও যাতে সমস্যায় পড়তে না হয় রাজ্যবাসীকে, সেই জন্য এবার পুলিশদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিল সরকার।
(WB Durga Puja Holiday Update)
ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। উৎসবের মৌসুম চলাকালীন কোন প্রকার ছুটি মিলবে না পুলিশ কর্মীদের। শুধুমাত্র জরুরি পরিস্থিতিতেই মিলবে ছুটি, জানালো রাজ্য সরকার।
ব্লকে ব্লকে কোঅর্ডিনেটর কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১৫,০০০ টাকা
আগামী পহেলা অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত জরুরি পরিস্থিতি ব্যতীত কোন ছুটি দেওয়া হবে না পুলিশ কর্মীদের। দুর্গা পুজোকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী সারা রাজ্য জুড়ে আনন্দ উৎসব চলে। আর এই উৎসবের মাঝেই যাতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সব সময় তার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশ কর্মীদের।
প্রতিবছর পূজোর আগেই পুলিশ কর্মীদের কাজ বুঝিয়ে দেওয়া হয়। যে সমস্ত এলাকাগুলিতে মানুষজন (WB Durga Puja Holiday Update) এদের বেশি ভিড় হয় সেখানেই বেশি করে পুলিশ মোতায়েন করা থাকে। সেই সকল দিক নজর রেখে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। আগামী দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ছটপুজোতে যাতে কোন সমস্যা সৃষ্টি না হয় এবং শান্তিপূর্ণভাবে মানুষ উৎসবে অংশগ্রহণ করতে পারেন, তাই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত।
ইতিপূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করতে হবে সকলকে। কোন পুজো প্যান্ডেলে কিংবা ক্লাবে কেমন থিম তা নজর রাখতে হবে পুলিশকে। ভিড় নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়ে এমন থিম কোন প্যান্ডেলেই করা যাবে না। দুর্গা পুজোর সময় রাজ্য এবং দেশের বাইরে থেকেও বহু মানুষ আসেন। তাদের কারো যাতে কোনরকম অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে হবে পুলিশ প্রশাসনকে।
বড় সুখবর চাকরি প্রার্থীদের জন্য! শুরু হচ্ছে জব ফেয়ার, কবে? জানুন