WB District Health Staff Vacancy 2024 – রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। রাজ্যে স্বাস্থ্য দপ্তরে দপ্তর কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে। কিভাবে এখানে আবেদন করবেন? বয়সসীমা কি থাকছে? শিক্ষকতা যোগ্যতা ও বেতন কি থাকবে এই সমস্ত তথ্য নিয়েই আজকের এই প্রতিবেদনটি অতি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন ও নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
পদের নাম – Phlebotomist
শুন্যপদ – সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।
শিক্ষাগত যোগ্যতা – উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে তার সঙ্গে প্রার্থীকে ফ্লেবোটমী বিষয়ে BMLT অথবা DMLT ট্রেনিং সার্টিফিকেট অর্জন করে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
বয়স সীমা – মাসিক বেতন
বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে।
মাসিক বেতন – এইখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন ৫,৫০০/- টাকা প্রদান করা হবে।
এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে? – www.wbhealth.gov.in পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।
WB District Health Staff Vacancy 2024
নিয়োগ প্রক্রিয়া – আবেদন পদ্ধতি – গুরুত্বপূর্ণ তারিখ
নিয়োগ প্রক্রিয়া – নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে জানতে সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।
আবেদন পদ্ধতি – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইন বা অনলাইন আবেদন করতে হবে। সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদন পত্রটি আছে সেটিকে ডাউনলোড করে A4পেপারে প্রিন্ট আউট করে হাতে-কলমে ফিলাপ করে নির্দিষ্ট দিনে ও সময় ইন্টারভিউ স্থানে চলে গেলে ইন্টারভিউ হয়ে যাবে অবশ্যই মনে রাখতে হবে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নিয়ে যেতে হবে আরো বিশদ ভাবে জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্ব ইন্টারভিউ স্থানে ইন্টারভিউ দিতে যেতে পারেন।
গুরুত্বপূর্ণ তারিখ
ইন্টারভিউর ঠিকানা – CMOH, Public Health Wing, Trauma Care Building, 1st Floor, Malda Medical College and Hospital, Malda, Pin- 732101
ইন্টারভিউর তারিখ – ২৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সকাল ১০ টার মধ্যে উক্ত ঠিকানায় রিপোর্টিং করতে হবে প্রার্থীদের।
Official Website | www.wbhealth.gov.in |
Official PDF Link | Download |
রাজ্যের বিদ্যুৎ সংস্থায় কর্মী নিয়োগ, মাসিক বেতন শুরু ৩৭,০০০/- টাকা থেকে
বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।