PM Kisan Instalment Update 2024 – প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনার টাকা পেতে চলেছেন দেশের কৃষকরা। কেন্দ্রীয় সরকারের চালু করার এই প্রকল্পের আওতায় আগামী ৫ অক্টোবর ২০২৪ নবরাত্রিতে ২০০০/- টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। সবমিলিয়ে নয় কোটি কৃষক এই টাকা পাবেন। ১৮ তম কিস্তির টাকা এটি। হুজুর আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিষান সম্মান নিধি যোজনা টাকা পাওয়ার খবরে খুশি বাংলার কৃষকরা।
পিএম কিষাণ সম্মান নিধি যোজনার কাজ
দেশ জুড়ে দরিদ্র কৃষকদের ৬০০০/- টাকা করে বার্ষিক আর্থিক সহায়তা দেওয়া হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায়। তিনটি কিস্তিতে দেওয়া হয় এই টাকা। প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে সরাসরি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।
ই-কেওয়াইসি (eKYC) বাধ্যতামূলক (PM Kisan Instalment Update 2024)
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় আসতে গেলে eKYC করতেই হবে। নাহলে সুবিধা মিলবে না। জেনে নিন কীভাবে ই-কেওয়াইসি কিভাবে করবেন?
ই-কেওয়াইসির দুটি উপায় নিম্নরূপ –
a) ওটিপি দ্বারা ই-কেওয়াইসি: পিএম কিষাণ পোর্টাল কিংবা মোবাইল অ্যাপ থেকে ওটিপির মাধ্যমে ই-কেওয়াইসি করা যায়।
b) বায়োমেট্রিক ই-কেওয়াইসি: স্থানীয় সহায়তা কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমেও ই কেওয়াইসি সম্ভব।
ব্লকে ব্লকে কোঅর্ডিনেটর কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১৫,০০০ টাকা
ই-কেওয়াইসি (e-KYC) করার প্রক্রিয়া
সর্বপ্রথম পিএম কিষান এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন। ‘Farmers Corner’ থেকে ‘e-KYC’ অপশন বেছে নিন। এবার নিজের আধার নম্বর দিন এবং ‘Get OTP’-তে ক্লিক করুন। আপনার রেজিস্টার মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করুন।
কিষান সম্মান নিধি প্রকল্পের উদ্দেশ্য
২০১৯ সালের কিষান সম্মান নিধি যোজনা চালু করা হয় কেন্দ্রের তরফে। মূলত দেশের দরিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা প্রদানের উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পটির আওতায় দেশের কোটি কোটি কৃষকরা (PM Kisan Instalment Update 2024) সরাসরি সরকারের থেকে আর্থিক অনুদান পান। এক্ষেত্রে কোন মধ্যস্থতার প্রয়োজন ছাড়া দুর্নীতির উর্ধে ওঠে অনুদান পান কৃষকরা।
৫ অক্টোবর ১৮ তম কিস্তি প্রদান
আগামী ৫ অক্টোবর ২০২৪, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কৃষক সম্মান নিধি যোজনা আওতায় ১৮তম কিস্তি প্রদান করা হবে কোটি কোটি কৃষকদের। সময়মত কিস্তির টাকা পেতে ই-কেওয়াইসি সম্পন্ন করে রাখতে হবে। না হলে একাউন্টে টাকা নাও আসতে পারে। এই প্রকল্পের মাধ্যমে দেওয়া আর্থিক অনুদান থেকে দেশের কৃষকদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে।
Official Website – View Now
বড় সুখবর চাকরি প্রার্থীদের জন্য! শুরু হচ্ছে জব ফেয়ার, কবে? জানুন
JCB oparatar wb bankura