KMC Recruitment 2024 – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। সেপ্টেম্বর মাসে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন দপ্তরে বিশেষ কর্মকর্তা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা অফলাইন এর মাধ্যমে আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন |
পদের নাম | বিশেষ কর্মকর্তা |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৬/১০/২০২৪ |
পদের নাম – শুন্যপদ – শিক্ষাগত যোগ্যতা (KMC Recruitment 2024)
পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – বিশেষ কর্মকর্তা
শুন্যপদ – ২টি।
শিক্ষাগত যোগ্যতা – যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের জেলা জজের পদে অধিষ্ঠিত/অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/Dy. চ. প্রকৌশলী (সিভিল) বা তদূর্ধ্ব কোন সরকারী/স্থানীয় স্বায়ত্তশাসনে উক্ত পদে কমপক্ষে 5 (পাঁচ) বছর কাজ করেছেন/যুগ্ম সচিব স্তর বা তার উপরে পদে অবসরপ্রাপ্ত W.B.C.S অফিসার হতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
বয়স সীমা – মাসিক বেতন
বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০১/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে।
মাসিক বেতন – এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে শেষ বেতন পেনশন সূত্রের নিয়ম অনুসারে প্রদান করা হবে।
KMC Recruitment 2024
এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে?-www.kmcgov.in পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া – আবেদন পদ্ধতি – গুরুত্বপূর্ণ তারিখ
নিয়োগ প্রক্রিয়া – এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি – এখানে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে। সর্বপ্রথম প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এছাড়া আপনারা যদি চান এই প্রতিবেদনের নিচে যে ডাউনলোড করার বিজ্ঞপ্তি অপশন আছে সেখান থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করেও আপনারা দেখতে পারেন।
এরপরে সেই বিজ্ঞপ্তির মধ্যে যে আবেদন করার ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সমস্ত কিছু তথ্য সেখানে উল্লেখ করে নির্দিষ্ট সময় ও দিনের মধ্যে নির্দিষ্ট স্থানে আবেদন পত্র পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সমস্ত তথ্য জানতে অবশ্যই আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন।
আবেদন ফি – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য জমা দিতে হবে না।
আবেদন জমা দেওয়ার ঠিকানা – Ch.manager (personnel) Deptt, KMC 1st Floor Room No 146, 5, S.N Banerjee Road Kolkata – 700013
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ – ২৬/১০/২০২৪
Official Website | www.kmcgov.in |
Official PDF Link | Download |
রাজ্যে হিসাবরক্ষক পদে কর্মী নিয়োগ, বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৪০
বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।