পরীক্ষা ছাড়াই IRCTC তে চাকরি,মাসিক বেতন ৩০,০০০ টাকা – IRCTC Recruitment 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IRCTC Recruitment 2024 -প্রতিনিয়ত রাজ্যে বহু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। সেরকমই অক্টোবর মাসে   ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড দপ্তরের তরফে চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। যেসব চাকরিপ্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা ইন্টারভিউ এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড
পদের নাম হসপিটালিটি মনিটর
মোট শূন্যপদ নিচে উল্লেখিত
আবেদন মাধ্যম ইন্টারভিউ 
ইন্টারভিউ তারিখ ১৫/১০/২০২৪, ১৭/১০/২০২৪, ২৩/১০/২০২৪, ২৫/১০/২০২৪

পদের নাম – শুন্যপদ – শিক্ষাগত যোগ্যতা

পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – হসপিটালিটি মনিটর

শুন্যপদ -১৫ টি।

শিক্ষাগত যোগ্যতা – যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রী / বিবিএ / এমবিএ / বিএসসি ডিগ্রি অর্জন করতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

বয়স সীমা – মাসিক বেতন (IRCTC Recruitment 2024)

বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০৮/২০২৪ তারিখ অনুসারে হিসাব করা হবে।

মাসিক বেতন – এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ৩০,০০০ টাকা প্রদান করা হবে।

এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে?-www.irctc.com পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া – আবেদন পদ্ধতি – গুরুত্বপূর্ণ তারিখ

নিয়োগ প্রক্রিয়া – এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি – এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে। সর্বপ্রথম প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এছাড়া আপনারা যদি চান এই প্রতিবেদনের নিচে যে ডাউনলোড করার বিজ্ঞপ্তি অপশন আছে সেখান থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করেও আপনারা দেখতে পারেন। তারপর (IRCTC Recruitment 2024) অফিসিয়াল নোটিফিকেশনে থাকা আবেদনপত্র সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সমস্ত কিছু তথ্য সেখানে উল্লেখ করে নির্দিষ্ট সময় ও দিনের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে। সমস্ত তথ্য জানতে অবশ্যই আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন।

আবেদন ফি – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য জমা দিতে হবে না।

ইন্টারভিউর ঠিকানা –

নয়াদিল্লি: আইআরসিটিসি, কর্পোরেট অফিস, 10 তলা, স্টেটসম্যান হাউস, বারাখাম্বা রোড, নিউ দিল্লি-110001

জয়পুর :  IRCTC, আঞ্চলিক অফিস, 708, 7ম তলা, ক্রিস্টাল মল সওয়াই জয় সিং হাইওয়ে, বানিপার্ক, জয়পুর-302016

লখনউ : IRCTC, আঞ্চলিক অফিস, পর্যটন ভবন, 2য় তলা, C-13, ভিপিন খন্ড, গোমতী নগর, লখনউ-226010

চন্ডিগড় : IRCTC, আঞ্চলিক অফিস, SCO-80-81-8, সেক্টর-চন্ডিগড় 34A, চণ্ডীগড়-160034

গুরুত্বপূর্ণ তারিখ

ইন্টারভিউর তারিখ -১৫/১০/২০২৪,১৭/১০/২০২৪,২৩/১০/২০২৪, ২৫/১০/২০২৪

Official Websitewww.irctc.com
Official PDF LinkDownload
Join Telegram ChannelJoni Now
Join Whatsapp ChannelJoni Now

রাজ্যে হিসাবরক্ষক পদে কর্মী নিয়োগ, বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৪০

বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।

আমি রিয়া সাহা, বর্তমানে আমি অবস্থিত কলকাতায়। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে MA উত্তীর্ণ হয়েছি। আমি বিভিন্ন পোর্টালে চাকরির, স্কলারশিপ ও প্রকল্পের Post লেখালেখি করে থাকে। এই মুহূর্তে ফুলটাইম wbjob24.in পোটালে কাজ করছি।

2 thoughts on “পরীক্ষা ছাড়াই IRCTC তে চাকরি,মাসিক বেতন ৩০,০০০ টাকা – IRCTC Recruitment 2024”

Leave a Comment