How To Become Police SI – নিজেকে প্রশাসনিক তরে একটু উঁচু পদে দেখতে সকলেরই ইচ্ছে হয়। তবে সেই স্বপ্ন পূরণ করতে গেলে প্রয়োজন হয় যথাযথ প্রস্তুতির। তাই যে স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাইছেন সেই স্বপ্ন পূরণের খুঁটিনাটি জানাটা জরুরী। পুলিশের সাব-ইন্সপেক্টর বা SI পদের চাকরি করতে চাইলে আজকের এই প্রতিবেদন আপনাদের জন্যই। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রতিবেদন ধৈর্য ধরে পড়ুন।
সাব ইন্সপেক্টর পুলিশের যোগ্যতা – পুলিশের সাব-ইন্সপেক্টর বা এসআই পদে যোগদান করতে গেলে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতেই হবে। পাশাপাশি আরও বিভিন্ন যোগ্যতা প্রয়োজন রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – ইউ জি সি স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে প্রার্থীকে। স্নাতকের তৃতীয় বর্ষে বা সদ্য স্নাতক পাস করেছেন এই সকল ছাত্র-ছাত্রীরাও সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা – পুলিশের সাব-ইন্সপেক্টর পদে চাকরি করতে গেলে প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে। তপশিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হয়। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর এবং এস টি এস সি প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছরের ছাড় মেলে।
How To Become Police SI
শিক্ষাগত যোগ্যতা বয়সের সীমা ছাড়াও রয়েছে শারীরিক মাপকাঠি। এক্ষেত্রে পরীক্ষাও দিতে হয়। SI – এর সশস্ত্র (Armed), নিরস্ত্র (Un Armed) শাখা ভেদে পুরুষ মহিলা ভেদে আলাদা আলাদা শারীরিক মাপ প্রয়োজন। সেক্ষেত্রে নিজেদের শারীরিক মাপকাঠি কেমন প্রয়োজন তার বিস্তারিত অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেওয়াই বাঞ্ছনীয়।
সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা পদ্ধতি (How To Become Police SI)
সাব ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয় মূলত চারটি ধাপে। প্রাথমিক পরীক্ষা – প্রথম পরীক্ষায় MCQ প্রশ্নের উত্তর দিতে হয় পরীক্ষার্থীদের। মোট ২০০ নম্বরের পরীক্ষায় ৯০ মিনিট সময় দেওয়া হয়। শারীরিক মাপকাঠি (পিএমটি) ও দক্ষতার (পিইটি) পরীক্ষা: পিএমটি এবং পিইটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় সাব ইন্সপেক্টর পরীক্ষার দ্বিতীয় ধাপে। পিইটি পরীক্ষায় পুরুষদের ৩ মিনিটে ৮০০ মিটার দৌড় সম্পূর্ন করতে হয়। এবং মহিলাদের ক্ষেত্রে ২ মিনিটে ৪০০ মিটার দৌড়াতে হয়। চূড়ান্ত সম্মিলিত প্রতিযোগিতামূলক(How To Become Police SI) পরীক্ষা পিএমটি এবং পিইটি পরীক্ষার পর মোট ৪টি ভাগে ২০০ নম্বরের। এক্ষেত্রে ৪ঘন্টা সময় দেওয়া হয়।
ইন্টারভিউ – সব শেষে ইন্টারভিউ দিতে হয় প্রার্থীদের। এরপর ফাইনাল মেরিট লিস্ট অনুসারে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হয় যোগ্য প্রার্থীদের।
সাব ইন্সপেক্টরদের বেতন – সাব ইন্সপেক্টর পদে চাকরি করলে মাসে ৩২,১০০ টাকা থেকে ৮২, ৯০০ টাকা বেতন পাবেন। অভিজ্ঞতা, পজিশনের ওপর নির্ভর করে বেতন দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ভাতা ও বীমা রয়েছে।
ডাক বিভাগে GDS মেরিট লিস্ট Update! দেখুন তালিকা এখনই – GDS Merit List Update 2024
1 thought on “পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি পেতে চান? জানুন যোগ্যতা থেকে বয়স সবটাই – How To Become Police SI”