GDS Merit List Update 2024 -পোস্ট অফিসের পক্ষ থেকে দিন কয়েক আগে গ্রামীণ ডাক সেবক নিয়োগ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বহু চাকরি প্রার্থী আবেদন করেছিলেন। আজ তাদের জন্যই রইল একটি বড়সড়ো খবর। পোস্ট অফিসের পক্ষ থেকে মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে না হবে কিংবা কাট অফ কি রকম, কিভাবে মেরিট লিস্ট চেক করতে হবে, সেই বিষয়ে আলোচনা করা হলো এই প্রতিবেদনে।
গ্রামীণ ডাক সেবক পদে যে সকল প্রার্থীরা আবেদন করেছিলেন, এখনো পোস্ট অফিসের পক্ষ থেকে তাদের মেরিট লিস্ট প্রকাশ করার বিষয় কিছু জানানো হয়নি। তবে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কুড়ি দিনের মধ্যে প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ গত বছর গ্রামীণ ডাক সেবক নিয়োগের সময় আবেদনের কুড়ি দিনের মধ্যে আবেদনকারী প্রার্থীদের মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছিল। আশা করা হচ্ছে তার ব্যতিক্রম হবে না এইবারেও। তাই চলতি মাসের শেষের দিকে প্রথম মেরিট লিস্ট প্রকাশ পেতে পারে।
GDS মেরিট লিস্টে কাট অফ (GDS Merit List Update 2024)
GDS মেরিট লিস্টের কাট অফ মার্কস সাধারণত ৮৫-৯০ শতাংশের মধ্যে হয়। তবে সার্কেল এর বিভিন্নতা অনুযায়ী আলাদা হতে পারে কাট অফ মার্কস। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোন সার্কেলে বেশি পরিমাণ আবেদনপত্র জমা হয় তাহলে কাট অফ ৯০ শতাংশের কাছাকাছি যেতে পারে। আবার যদি কোন সার্কেলে কম আবেদনপত্র জমা হয় তাহলে কাট অফ ৮০ শতাংশ কিংবা তার কম হতে পারে।
GDS মেরিট লিস্ট দেখার উপায়
বেশ কিছু পদক্ষেপ রয়েছে, সেগুলি অনুসরণ করলে সহজেই GDS মেরিট চেক করে নিতে পারবেন। প্রতিটি পদক্ষেপ অনুসরণ করুন আর জেনে নিন, আপনার নাম রয়েছে কিনা জিডিএস এর মেরিট লিস্টে।
(GDS Merit List Update 2024)
সবার প্রথমে ভারতীয় গ্রামীণ ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। এরপর হোম পেজে রেজাল্ট কিংবা মেধা তালিকা বলে লিঙ্ক দেখতে পাবেন। ওই লিংকে ক্লিক করুন। এরপর নিজের রাজ্যের সার্কেল নির্বাচন করে নিন। অবশেষে ডাউনলোড অপশনে ক্লিক করে মেধা তালিকা ডাউনলোড করে নিন। এরপর নিজের নাম এবং রোল নাম্বার দিয়ে আপনার নাম মেধা তালিকায় এসেছে কিনা একবার দেখে নিন।
PNB ব্যাঙ্কে নতুন কর্মী নিয়োগ, বয়স সীমা – ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে
বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।
Gds st