Flipkart Internship 2024 – হিউম্যান রিসোর্স ইন্টার্নশিপ প্রোগ্রাম নিয়ে এলো ফ্লিপকার্ট। ২০২৪ সালের এমনই এক দুর্দান্ত অফার দিয়েছে এই সংস্থাটি। ভারতীয় ই-কমার্স কোম্পানি ফ্লিপকার্ট। কর্ণাটকের ব্যাঙ্গালোরে এই কোম্পানির মূল অফিসটি রয়েছে। প্রথমে অনলাইনে বই বিক্রি থেকে নিজের যাত্রা শুরু করে ফ্লিপকার্ট।
তবে বর্তমানে ইলেকট্রনিক্স এর জিনিসপত্র, ফ্যাশন সামগ্রী, গ্রশারি আইটেম, নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য পণ্য থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাপনের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় ফ্লিপকার্টে। তবে, কোম্পানির এই ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে সম্পর্কে জানার জন্য অবশ্যই সমগ্র প্রতিবেদনটি পড়তে হবে।
(Flipkart Internship 2024)
বর্তমানে আমেরিকান কোম্পানি অ্যামাজনের ভারতীয় শাখা এবং স্ন্যাপডিলের প্রতিদ্বন্দ্বী ফ্লিপকার্ট। গত ২০১৭ সাল পর্যন্তভারতীয় ই-কমার্স মার্কেটে ৩৯.৫ শতাংশ শেয়ার ছিল ফ্লিপকার্টের। মিন্ত্রা অধিগ্রহণের পর বস্ত্র বিপণী শিল্পেও এগিয়ে চলেছে। বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট এবং মোবাইল ফোন বিক্রির ক্ষেত্রে অ্যামাজনের সঙ্গে পাল্লা দিয়েছে ফ্লিপকার্ট।
Flipkart এ ইন্টার্নশিপ করতে গেলে কোন কোন দায়িত্ব পালন করতে হবে ?
(১) ইন্টারভিউ এর জন্য বিক্রেতাদের তালিকা প্রস্তুত করার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় সাহায্য করার জন্য ইন্টারভিউ এর সময়সূচি প্রস্তুত করতে হবে।
(২) আরো ভালো কাজ করার জন্য এবং টিম-বিল্ডিং যাতে মজবুত হয় সেই জন্য কর্মচারীদের উৎসাহিত করযে হবে।
(৩) এইচআর রেকর্ড এবং MS-Excel ডেটা বিশ্লেষণ এবং রিপোর্ট করতে সাহায্য করতে হবে।
(৪) লিড ওরিয়েন্টেশন মিটিং এবং অনবোর্ড নতুন কর্মীদের সহায়তা প্রদান করতে হবে।
(৫) কর্মচারীদের উত্তর দেয়ার পাশাপাশি বিভিন্ন সাহায্য সহযোগিতা সহ তথ্য প্রদান করতে হবে।
(৬) কর্মীদের ভালোভাবে কাজের জন্য কাজের পরিবেশ উন্নত করতে হবে।
ফ্লিপকার্ট ইন্টার্নশিপের সময়সীমা
তিন মাস পর্যন্ত চলবে ফ্লিপকার্টের এই ইন্টার্নশিপ প্রোগ্রাম।
বেতন (Flipkart Internship 2024)
প্রতিমাসে ২২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। ইন্টার্নশিপ শেষ করার পর সার্টিফিকেট এবং সুপারিশ পত্র দেওয়া হবে।
আবেদনের সময়সীমা – ২২ শে সেপ্টেম্বর 2024 এর মধ্যে আবেদন করুন।
চাকরির লোকেশন – লুধিয়ানা ও বারাণসী।
আবেদনের যোগ্যতা
একমাত্র ফুল টাইম অফিসে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। 23শে আগস্ট’24 এবং 27ই সেপ্টেম্বর’24 এর মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে পারবেন। তিন মাসের জন্য ইন্টার্নশিপ। লুধিয়ানা, বারাণসী সহ আশেপাশের শহরগুলিতে স্থানান্তর করা হতে পারে। এই বিষয়ে দক্ষতা এবং আগ্রহ প্রয়োজন।
আবেদনের নিয়ম I – nternshala-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে Flipkart Internship প্রোগ্রামে আবেদন করা যাবে।
Official Website | View |
ব্লকে ব্লকে নতুন আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করুন
বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।
I am B.A pass
Subhadip patra