Eklavya Model School Vacancy 2024 – প্রতিনিয়ত রাজ্যে বহু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। সেরকমই অক্টোবর মাসে একলব্য মডেল আবাসিক স্কুল দপ্তরের তরফে চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। যেসব চাকরিপ্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | একলব্য মডেল আবাসিক স্কুল |
পদের নাম | অতিথি শিক্ষক (রসায়ন,সাঁওতালি,ইতিহাস) |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৫/১১/২০২৪ |
পদের নাম – শুন্যপদ – শিক্ষাগত যোগ্যতা
পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – অতিথি শিক্ষক (রসায়ন,সাঁওতালি,ইতিহাস)
শুন্যপদ – ৩টি।
শিক্ষাগত যোগ্যতা – যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে (রসায়ন/ সাঁওতালি/ইতিহাস) বিষয়ে ব্যাচেলর অফ এডুকেশন (বি. এড.) বা ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন (এনসিটিই)ডিগ্রি অর্জন করতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
বয়স সীমা – মাসিক বেতন
বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৮ বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীরা উচ্চ বয়সে শিথিলতা পাবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০১/২০২৪ তারিখ অনুসারে হিসাব করা হবে।
মাসিক বেতন – এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১২,০০০/- টাকা প্রদান করা হবে
এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে?-paschimbardhaman.gov.in পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।
Eklavya Model School Vacancy 2024
নিয়োগ প্রক্রিয়া – আবেদন পদ্ধতি – গুরুত্বপূর্ণ তারিখ
নিয়োগ প্রক্রিয়া – এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি – এখানে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে। সর্বপ্রথম প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এছাড়া আপনারা যদি চান এই প্রতিবেদনের নিচে যে ডাউনলোড করার বিজ্ঞপ্তি অপশন আছে সেখান থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করেও আপনারা দেখতে পারেন। এরপরে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সমস্ত কিছু তথ্য সেখানে উল্লেখ করে নির্দিষ্ট সময় ও দিনের মধ্যে নির্দিষ্ট স্থানে আবেদন পত্র পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সমস্ত তথ্য জানতে অবশ্যই আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন।
আবেদন ফি – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য জমা দিতে হবে না।
আবেদন জমা দেওয়ার ঠিকানা – Office of the PO- cum- DWO, BCW & TD, Paschim Bardhaman, 1st Floor / 2nd Floor, SDO Office Building, Asansol, PIN- 713304
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) বয়সের প্রমাণপত্র হিসাবে (প্রবেশপত্র বা মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট)।
২) আবাসিক প্রমাণ (আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি)।
৩) সর্বোচ্চ যোগ্যতা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা (উভয় দিক) সমর্থনে
মার্ক শীট।
৪) উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অভিজ্ঞতার শংসাপত্র।
৫) জাত শংসাপত্র।
৬) মোবাইল নম্বর এবং বৈধ ই-মেইল আইডি।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ – ০৫/১১/২০২৪
Official Website | paschimbardhaman.gov.in |
Official PDF Link | Download |
More Details | Click Here |
Join Telegram Channel | Joni Now |
Join Whatsapp Channel | Joni Now |
কৃষি গ্রামীণ ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩৫,০০০ টাকা
বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।