CM Announces 12000 Police Recruitment -হাসপাতালগুলিতে সুরক্ষ ব্যবস্থা আরো সুনিশ্চিত করতে বৃহস্পতিবার স্বাস্থ্য বিষয়ক বৈঠকের আয়োজন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগেই আরজি কর হাসপাতালে ঘটে গিয়েছে এক ন্যাক্কারজনক ঘটনা। তাই প্রতিটি হাসপাতালে যাতে যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা থাকে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ কোটি টাকা বরাদ্দ করবেন বলে ঘোষণা করেন। রাজ্য পুলিশে ১২,০০০ জন পুলিশ কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, এই নিয়োগ আগেই হওয়ার কথা ছিল। তবে নির্দেশ না আসার জন্য তা আটকে যায়। প্রশিক্ষণের পাশাপাশি নবনিযুক্ত পুলিশকর্মীদের ডিউটিও চলবে বলে জানান মুখ্যমন্ত্রী। আরজি কর কাণ্ডের পরেই কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, আগে কেন নেওয়া হল না? উঠছে প্রশ্ন।
CM Announces 12000 Police Recruitment
বৃহস্পতি বার স্বাস্থ্য বিষয়ক বৈঠক করার পর মুখ্যমন্ত্রী জানালেন,”আজ বললে আজই নিরাপত্তা দিতে পারব না। যা রয়েছে আপাতত সেটা থেকে ভাগ করে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে অডিট করে দেওয়া হচ্ছে। পুলিশে যেমন ১২,০০০ নিয়োগ আটকে ছিল। সম্ভবত সোমবার অর্ডার আসবে।
ব্লকে ব্লকে কোঅর্ডিনেটর কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১৫,০০০ টাকা
১২,০০০ নেহাত কম সংখ্যা নয়। পুলিশ নিয়োগে সময় লাগে। তবু আমি বলেছি বেশি সময় না নিতে। ডাক্তারদের আমি যেমন অনুমোদন দিয়েছি, পিজিটিরা (CM Announces 12000 Police Recruitment) পড়াশোনার পাশাপাশি চিকিৎসাও করবেন। তেমনই এরাও প্রশিক্ষণও নেবে আর পুলিশের ডিউটিও করবে”।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, তিন মাস তিন বা ছয় মাসের প্রশিক্ষণ নয়, কারন অতো ম্যান পাওয়ার এখন নেই। তারই মধ্যে আবার দুর্গাপুজো। অনেকেই আবার আদালতে যাচ্ছেন। কিন্তু ১১২ ফুটের প্রতিমা তৈরি করে সেখানে যদি ভিড় হয় আর পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটে, তাহলে তার দায় কে নেবে? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। মহিলা ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে রীতিমত তোপের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এই ঘটনায় আবার যুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার। তাই, বারবার হাসপাতাল গুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। তাই প্রশিক্ষণ না দিয়ে কেন পুলিশকর্মীদের নিয়োগ করা হবে? প্রশিক্ষণ নেবেন আবার ডিউটিও করবেন? এমন হয় নাকি? মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে এমনই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
বড় সুখবর চাকরি প্রার্থীদের জন্য! শুরু হচ্ছে জব ফেয়ার, কবে? জানুন