BDO Office Job Recruitment – ব্লক ডেভেলপমেন্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা সহকারি একাউন্টেন্ট পদে আবেদনের সুযোগ পাবেন। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এখানে ইচ্ছুক প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়সসীমা কি থাকছে? চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আজকের এই প্রতিবেদনে। এখানে আবেদন করার আগে বিঞ্জপ্তি ডাউনলোড করবেন তারপর ভালোভাবে পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | ব্লক ডেভেলপমেন্ট অফিস দপ্তর |
পদের নাম | সহকারি একাউন্টেন্ট |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৬/১১/২০২৪ |
পদের নাম – শুন্যপদ – শিক্ষাগত যোগ্যতা
পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – সহকারি একাউন্টেন্ট
শিক্ষাগত যোগ্যতা – যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অ্যাকাউন্টের পাঁচ বছরের অভিজ্ঞতা সহ কর্মচারীরা সরকারীতে কাজ করতে হবে। এছাড়া আবেদনকারীদের কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
বয়স সীমা – মাসিক বেতন
বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স নোটিফিকেশনের নিয়ম অনুসারে হতে হবে।
মাসিক বেতন – এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১১,০০০/- টাকা প্রদান করা হবে।
(BDO Office Job Recruitment)
এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে?
birbhum.gov.in/ এই পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া – এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি – এখানে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে। সর্বপ্রথম প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ (BDO Office Job Recruitment) হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এছাড়া আপনারা যদি চান এই প্রতিবেদনের নিচে যে ডাউনলোড করার বিজ্ঞপ্তি অপশন আছে সেখান থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করেও আপনারা দেখতে পারেন।
এরপরে সেই অফিসিয়াল নোটিফিকেশনে থাকা আবেদন ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সমস্ত কিছু তথ্য সেখানে উল্লেখ করে নির্দিষ্ট সময় ও দিনের মধ্যে নির্দিষ্ট স্থানে আবেদন পত্র পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সমস্ত তথ্য জানতে অবশ্যই আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) অফিস প্রধানের কাছ থেকে শেষ বেসিক পে সার্টিফিকেট।
২) বয়স প্রমাণ-মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র।
৩) আধার কার্ডের।
৪) ব্লক এলাকার ক্ষেত্রে BDO থেকে আবাসিক শংসাপত্র এবং পৌরসভা এলাকার ক্ষেত্রে SDO।
৫) পেনশন পেপারের স্বপ্রত্যয়িত কপি।
৬) শেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/মার্কশিট।
আবেদন ফি – এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে কোন আবেদনমূল্য চাইলে নিজের দায়িত্বে জমা করতে হবে। প্রথমে আবেদনকারীরা অফিসিয়াল নোটিফিকেশনটি জাচাই করবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদনের শেষ তারিখ : ০৬/১১/২০২৪
ইন্টারভিউর তারিখ : ১২/১১/২০২৪
বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।
DPM
আবেদন করতে ইচ্ছুক
I’m MD QUISHER ALI
S/O Washiur Rahaman
Village Goabari khabargoan Po Dimrulla ps islampur District Uttar Dinajpur West Bengal pin code 733202
I’m education BA pass complete 2014