AIASL New Recruitment 2024 – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। অক্টোবর মাসে এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা ইন্টারভিউ এর মাধ্যমে আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
পদের নাম – শুন্যপদ – শিক্ষাগত যোগ্যতা
নিয়োগ সংস্থা | এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | ইন্টারভিউ |
ইন্টারভিউ তারিখ | ০৫/১০/২০২৪ ও ০৭/১০/২০২৪ |
পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প চালক ও হ্যান্ডিম্যান/ হ্যান্ডিম্যান
শুন্যপদ – ২০৮টি।
শিক্ষাগত যোগ্যতা – যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে এসএসসি/দশম শ্রেণি পাস বা যেকোনো ট্রেডে ডিপ্লোমা বা আইটিআই ডিগ্রি অর্জন করতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
বয়স সীমা – মাসিক বেতন (AIASL New Recruitment 2024)
বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে । এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে।
মাসিক বেতন – এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে সর্বনিম্ন ১৮,৮৪০ টাকা থেকে সর্বোচ্চ ২৪,৯৬০ টাকার মধ্যে প্রদান করা হবে।
এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে?-www.aiasl.in পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।
AIASL New Recruitment 2024
নিয়োগ প্রক্রিয়া – আবেদন পদ্ধতি – গুরুত্বপূর্ণ তারিখ
নিয়োগ প্রক্রিয়া – এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি – এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে। সর্বপ্রথম প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এছাড়া আপনারা যদি চান এই প্রতিবেদনের নিচে যে ডাউনলোড করার বিজ্ঞপ্তি অপশন আছে সেখান থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করেও আপনারা দেখতে পারেন। এরপরে নিজে থেকে নোটিফিকেশনে থাকা আবেদনপত্রটি সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সমস্ত কিছু তথ্য সেখানে উল্লেখ করে নির্দিষ্ট সময় ও দিনের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে। সমস্ত তথ্য জানতে অবশ্যই আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন।
আবেদন ফি – এখানে আবেদন করার জন্য প্রাক্তন সেনা, SC, ST প্রার্থীরা বাদে সকল প্রার্থীদের আবেদন মূল্য হিসাবে ৫০০ টাকা জমা দিতে হবে।
ইন্টারভিউর ঠিকানা – শ্রী জগন্নাথ অডিটোরিয়াম, ভেঙ্গুর দূর্গা দেবী মন্দিরের কাছে। ভেঙ্গুর। আঙ্গামালি, এরনাকুলাম, কেরালা, পিন- 683572
গুরুত্বপূর্ণ তারিখ
ইন্টারভিউর তারিখ – ০৫/১০/২০২৪ ও ০৭/১০/২০২৪
Official Website | www.aiasl.in |
Official PDF Link | Download |
Join Telegram Channel | Joni Now |
Join Whatsapp Channel | Joni Now |
রাজ্যে হিসাবরক্ষক পদে কর্মী নিয়োগ, বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৪০
বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।
Gvt job hlp me.
I am Doli Das
I am hearing (handicap)
Railway job help me